3:13 pm , October 31, 2018

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জ-মুলাদী-৩ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আতিকুর রহমান আতিক। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনভর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণের সাথে মত-বিনিময় ও গণসংযোগ করেন তিনি। গতকাল সকাল ১০ টায় চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে আতিকুর রহমান চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়,ইউপি মাধ্যমিক বিদ্যালয়,আনোয়ার উদ্দিন সিনিয়র মাদ্রাসা,বায়লা খালি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপাশা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার, প্রধান শিক্ষক নূরে আলম, ইব্রাহীম খলিল,সাইদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য এনায়েত করিম ফারুক, ক্ষেতমজুর ইউনিয়ন বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কাজী শাহ আলম, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম বাবুল চাঁদপাশা ইউনিয়ন যুবমৈত্রীর সভাপতি গিয়াস উদ্দিন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা, প্রমুখ।