ডিজিটাল আইন নিয়ে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডিজিটাল আইন নিয়ে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা - ajkerparibartan.com
ডিজিটাল আইন নিয়ে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

3:19 pm , October 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পেশাদার সাংবাদিকতার বাইরে যারা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উস্কানি ছারায়  তাদেরকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ণ করা হয়েছে। দেশ আজ ডিজিটাল হচ্ছে তাই ডিজিটাল আইন প্রনয়নের  প্রয়োজন হয়েছে। মূলধারার গণমাধ্যম কর্মীদের এ আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারপরে এ আইনে প্রকৃত সাংবাদিকদের স্বার্থ পরিপন্থী কোন কিছু থাকলে তা সংশোধনের সুযোগ আছে।  প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ কথা বলেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ আব্দুর রব সেরনিযাাবাত বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের সুযোগ তৈরি করেছে। বর্তমানে দেশে ৪৪ টি টেলিভিশন এর মধ্যে বর্তমান সরকার ৪০টি টেলিভিশনের অনুমোদন দিয়েছে। এ কারণে আজ দেশে গণমাধ্যম বিস্তৃত হচ্ছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবকে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন উেেল্লখ করে তিনি বলেন, এই ক্লাবের সাংবাদিকরা স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলন সহ অনেক জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  ঢাকার বাইরে’র সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করে। সত্য উদঘাটন করতে গিয়ে তাদেরকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সাংবাদিকদের যেকোনো পেশাগত নিরাপত্তায় আমরা তাদের পাশে থাকবো বলেও তিনি আশ^াস দেন। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল,  প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সিনিয়র আইনজীবী ও বরিশাল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান নাসিমুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি। বক্তারা সাংবাদিকতায় পেশাগত শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের সরকারী নিবন্ধনের দাবী জানান। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি অবজারভার এর বরিশাল ব্যুরো প্রধান ও সিনিয়র আইনজীবী এডভোকেট ইসমাইল হোসেন নেগাবান, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক এবং দৈনিক কীর্তনখোলা পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক এম আমজাদ হোসেন, তপংকর চক্রবর্তী,সাইফুর রহমান মিরন, মোশারফ হোসেন, গোপাল সরকার, স্বপন খন্দকার সহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT