কলাপাড়ার ‘স্বপ্নের ঠিকানা’ পল্লীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাপাড়ার ‘স্বপ্নের ঠিকানা’ পল্লীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ajkerparibartan.com
কলাপাড়ার ‘স্বপ্নের ঠিকানা’ পল্লীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

3:16 pm , October 26, 2018

এনইউ সোহাগ, কলাপাড়া ॥ আজ শনিবার (২৭ অক্টোবর) কলাপাড়ায় নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারের জন্য নবনির্মিত ‘স্বপ্নের ঠিকানা’ নামে আবাসন পল্লী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে নির্মিত আবাসন পল্লী এলাকায় বেলা ১১টায় তিনি আরো পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরো ১৬টি উন্নয়ন কর্মকান্ডের ফলক উম্মোচন করবেন। এসকল কার্যক্রমের আনুষ্ঠানিকতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিভিন্ন শসস্ত্র বাহিনীর মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কর্মসূচী পরিদর্শন ক্ষতিগ্রস্থদের জন্য নির্মিত ‘স্বপ্নের ঠিকানা’ আবাসনের ঘরের চাবি হস্তান্তরের পর উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালী সরকারী কলেজে নবনির্মিত ১৩২ আসন বিশিষ্ট ৫তলা ছাত্রীনিবাস নির্মাণ, পটুয়াখালী সরকারী কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সমিনেশন হল নির্মাণ, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, ইসহাক মডেল ডিগ্রী কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, কুয়াকাটা খানাবাদ কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, আলহাজ¦ জালাল উদ্দিন কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, সুবিদখালী ডিগ্রী কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি জনতা ডিগ্রি কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যূতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যূৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ এবং পায়রা সমুদ্র বন্দরের শেখ হাসিনা সড়ক, পায়রা সমুদ্র বন্দরের সার্ভিস জেটি, পায়রা সমুদ্র বন্দরের মসজিদ, পায়রা সমুদ্র বন্দরের অফিসার্স গেষ্ট হাউজ, পায়রা সমুদ্র বন্দরের স্টাফ ডরমিটরি উদ্বোধন করবেন।
এছাড়া পটুয়াখালী সরকারী কলেজে ৫-তলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জে কাঠালতলি জিসি-পটুয়াখালী বেতাগী আরএসডি (থানা ব্রিজ) সড়কের শ্রীমন্ত নদীর উপর ৯৬মিটার ব্রীজ, উপজেলায় পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন কেন্দ্র (তৃতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কৃষক প্রশিক্ষন কেন্দ্র, মির্জাগঞ্জ উপজেলায় পর্যায়ে কৃষক প্রশিক্ষন কেন্দ্র। পায়রা সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারদের লালুয়া, চান্দুপাড়া (উত্তর), চান্দুপাড়া (দক্ষিণ), লেমুপাড়া, ধুলাসার ও লোন্দা মৌজায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য ছয়টি পুনর্ব্াসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-০১ কাজী নিশাত রসুল এর স্বাক্ষরিত একটি পত্রে এ সকল তথ্য উল্লেখ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT