3:12 pm , October 26, 2018

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটিতে দুই তারুণ্যের প্রচারণায় উজ্জীবিত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আগামীতে কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বেশি হবে তা নিয়ে চলছে ভোটারদের মাঝে চুলচেরা বিশ্লেষন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব মৈত্রীর সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ব্যাপক প্রচার-প্রচারণায় মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ দিন ধরে তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। একই সঙ্গে তৃণমূলের সাধারণ মানুষের সাথে নিবির সম্পর্ক স্থাপন করে তাদের সমস্যা সমাধানে, সুখে কিংবা দুঃখে যখন যেভাবে পারছেন পাশে দারিছেন। বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ইতিমধ্যেই নিজ নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীর মানুষের সাথে একের পর এক গণসংযোগ,মতবিনিময়,সভা-সমাবেশের মধ্যে দিয়ে তাদের কাছে যেতে সক্ষম হয়েছেন। প্রতিনিয়তই ছুঁটছেন নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন পাড়া-মহল্লায়। চলতি মাসে তিনি বাবুগঞ্জ-মুলাদীর আসনের বাবুগঞ্জের রহমতপুর, কলেজ গেট, কেদারপুর, নতুনহাট, চাঁদপাশার বটতলা রেইনট্রিতলা, বাবুগঞ্জ বাজার, রহমতপুর বাজার, রাহুতকাঠী বাজারে গনসংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রা ও সমাবেশ এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্ঘাপূজা উপলক্ষে এ আসনটির সকল পূজা মন্ডপ পরিদর্শনসহ বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছারাও যোগ দিয়েছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হয়ে উন্নয়নের মানুষিকতা নিয়ে প্রতিটি সভা-সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এই মানুষটি তুলে ধরছেন বর্তমান সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্থি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ আমাকে সমর্থন দিবেন। অপরদিকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের স্বপ্ন দেখাচ্ছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পদক মুলাদীর কৃতি সন্তান মিজানুর রহমান মিজান। স্বাধীনতার পর থেকে এই আসনটিতে এখনো নৌকার কোন প্রার্থী না পেয়ে হতাশ হয়ে পরা নেতাকর্মীদের উজ্জীবিত করতে সক্ষম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যুব নেতা মিজানুর রহমান। তিনি বাবুগঞ্জের ৬টি ও মুলাদীর ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন জনবহুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গন-সংযোগ ও নৌকার মিছিল করে সারা ফেলেছেন। গণসংযোগে তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ করেন এবং নৌকায় ভোট চান। তিনি বলেন, জনসেবার জন্য আমার রাজনীতি, জনসাধারণের ভালোবাসাই আমার তৃপ্তি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, বরিশাল-৩ আসনকে আওয়ামী লীগের আসন হিসেবে উপহার দেয়ার জন্য ইতোমধ্যে আমি কাজ করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের অনেক সারা পেয়েছি। সাধারণ মানুষ মনে করেণ তাদের পছন্দের প্রার্থী হিসেবে (মিজানুর রহমান মিজানকে) আমাকে মনোনয়ন দেয়া হলে এই আসনটি আওয়ামী লীগের ঘরে ওঠার শতভাগ সম্ভাবনা রয়েছে বলে দাবী করেছে সাধারন ভোটাররা। তবে জোট মহাজোটের হিসাব নিকাশ মেলালে হয়তো সরাসরি আওয়ামীলীগের কোন প্রার্থী এ আসনটিতে থাকবেন না বলেন মনে করেন সংশ্লিষ্টরা। সে ক্ষেত্রে এ আসনটিতে সাধারণ ভোটারদের মতে সতন্ত্র প্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিকের বিজয়ী হওয়ার সম্ভাবণা অনেকাংশে বেশি। এ মূহুর্তে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল পরবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে আছে সাড়াদেশের ন্যায় বরিশাল-৩ আসনের জনগণ।