মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর ॥ দায়িত্ব গ্রহন পরদিন মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর ॥ দায়িত্ব গ্রহন পরদিন - ajkerparibartan.com
মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর ॥ দায়িত্ব গ্রহন পরদিন

5:37 pm , October 17, 2018

রুবেল খান ॥ অবশেষে চুড়ান্ত হলো বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহনের দিন। আগামী ২২ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শপথ পাঠ করানোর দিনক্ষন চুড়ান্ত হয়েছে। পর দিন ২৩ অক্টোবর চলতি সিটি পরিষদের পাঁচ বছর মেয়াদের শেষ দিনে আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র তার দায়িত্বভার বুঝে নিবেন। একই সাথে দায়িত্ব বুঝে নিবেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ৪০ কাউন্সিলর। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর দুই মাস পরে নবনির্বাচিত মেয়র এবং মোট ৩১ জন কাউন্সিলকে সরকারি গেজেটভুক্ত করে নাম প্রকাশ করা হয়। তবে ৯টি কেন্দ্রে ভোট গ্রহনে অনিয়মের অভিযোগে ৯ কাউন্সিলরকে গেজেট ভুক্ত করা হয়নি। একই কারনে শপথ অনুষ্ঠানের সময়ও পিছিয়ে যায়। সর্বশেষ গত ১৩ অক্টোবর ওই ৯ কেন্দ্রে পুন.ভোট গ্রহনের মাধ্যমে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করা হয়। এর পর পরই নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ গ্রহনের বিষয়টি চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়। সূত্রটি আরো জানায়, গতকাল ১৫ অক্টোবর শপথ গ্রহনের কথা ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় শপথ হয়নি। তাই দ্বিতীয় দফায় শপথ এর সময় পরিবর্তন করে আগামী ২২ অক্টোবর নির্ধারন করা হয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী গণভবনে বরিশাল সিটি’র নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শপথ পড়াবেন। তাছাড়া একই দিন বরিশাল সিটির সাধারণ ৩০টি ও সংরক্ষিণ ১০টি ওয়ার্ডের মোট ৪০ জন নবনির্বাচিত কাউন্সিলরকেও শপথ পাঠ করানো হবে। তাদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। শপথ গ্রহন এবং চলতি সিটি পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরে যে কোন সময় দায়িত্ব গ্রহন করতে পারবেন নববির্নাচিত মেয়র এবং কাউন্সিলররা।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১৫ অক্টোবর শপথ গ্রহনের কথা ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় হয়নি। আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরছেন। এর পর ২২ অক্টোবর শপথ হবে বলে আমি শুনেছি। সিটি কর্পোরেশন থেকে এ বিষয়ে চিঠি দেয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত চিঠি হাতে পাইনি।
নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, মন্ত্রনালয় থেকে আমাকে জানানো হয়েছে, ২৩ অক্টোবর পর্যন্ত বর্তমান পরিষদের মেয়াদ রয়েছে। শপথ গ্রহন শেষে চাইলে ওইদিনই দায়িত্ব গ্রহনের সুযোগ রয়েছে। তাই ২২ অক্টোবর শপথ সম্পন্ন করে সেখান থেকে টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করে সেখান থেকে সরাসরি নগরীতে ফিরবেন। আল্লাহ সহায় হলে ২৩ অক্টোবরেই দায়িত্ব গ্রহন করবেন বলে জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার রুমি বলেন, শপথ গ্রহনের বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে শুনেছি ২২ অক্টোবর শপথ হতে পারে। কিন্তু কবে নাগাদ নতুন মেয়র দায়িত্ব নিবেন সে বিষয়টিও নিশ্চিত নই। বিসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকায় আছেন। তিনি বৃহস্পতিবার এলে এ বিষয়টি জানা যাবে।
বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব মো. ইসরাইল হোসেন মুঠোফোনে বলেন, আগামী ২২ অক্টোবর নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের গণভবনে শপথ করানো হবে বলে আমাকে জানানো হয়েছে। মৌখিক ভাবে মন্ত্রনালয় থেকে এমন তথ্য জানালেও এখন পর্যন্ত কোন চিঠি আমার হাতে এসে পৌছেনি। ফ্যাক্সে করে শপথ সংক্রান্ত্র চিঠি আজ বৃহস্পতিবার সিটি কর্পোরেশনে প্রেরন করা হবে বলেও আমাকে জানানো হয়েছে। তাই চিঠি হাতে না পেয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ইসরাইল হোসেন বলেন, ২৩ অক্টোবর বর্তমান সিটি পরিষদ এবং মেয়র আহসান হাবিব কামাল এর ৫ বছর মেয়াদ সম্পন্ন হবে। নতুন মেয়র চাইলে ২৩ অক্টোবর এমনকি ২৪ অক্টোবরও দায়িত্ব নিতে পারেন। তবে কোনদিন তিনি দায়িত্ব নিবেন সে বিষয়টি আমরা নিশ্চিত নই।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ১৩ হাজার ৭৭৬ ভোট।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT