5:41 pm , October 17, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের বিত্তবান ও সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল বিভাগীয় পুলিশ প্রধান উপ-মহা পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম (বিপিএম-পিপিএম)। অর্থের অভাবে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া রিক্সা চালকের সন্তানের ভর্তির যাবতীয় ব্যয়ভার বহন করবেন তিনি। তাই গতকাল বুধবার মেধাবী ওই ছাত্রের হাতে ভর্তির ব্যয়ের অর্থের একটি চেক তুলে দিয়েছেন। এ সময় ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমানিক উপস্থিত ছিলেন। মেধাবী ওই শিক্ষার্থী হলো বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের বাসিন্দা মো. সেলিম হোসেনের ছেলে মো. সাগর হোসেন। তার বাবা সেলিম হোসেন পেশায় একজন রিক্সাচালক।
ডিআইজি অফিস সুত্রে জানা গেছে, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সাগর। পরীক্ষায় সে ১০০৮ তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু অর্থের অভাবে মেডিকেলে পড়ার সুযোগ অনিশ্চিত হয়ে পড়ে। এমনকি ভর্তি হতে না পাওয়ার শংকায় পড়ে সাগর। এ তথ্য জানতে পারেন ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম-পিপিএম)। মেধাবী এ শিক্ষার্থীর স্বপ্ন পূরনের জন্য তাকে খবর দিয়ে কার্যালয়ে ডেকে আনেন তিনি। বুধবার সকাল সাড়ে ৯টায় সাগর কার্যালয়ে এলে সাগরের খোঁজ খবর নিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরনে পাশের থাকার আশ্বাস দেন। এছাড়াও মেডিকেলে ভর্তির প্রয়োজনীয় অর্থের একটি চেক সাগরের হাতে তুলে দেন বিভাগীয় পুলিশের প্রধান এই কর্মকর্তা।