5:46 pm , October 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের নামে প্রহসনের অভিযোগ এনে তদন্তকারী কর্মকর্তা এএসপি সুকুমার রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সঞ্জয় চন্দ্র। গতকাল বিকেলে সাড়ে ৪টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াব বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ লিখিত অভিযোগ তুলে ধরেন তিনি। অভিযোগদাতা সঞ্জয় চন্দ্র সাবেক ইউপি সদস্য এবং কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক।
লিখিত অভিযোগে সঞ্জয় চন্দ্র জানান, বাদির ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে তুলে নিয়ে রেষ্ট হাউজে বসে মারধর শেষে হাতপা বেধে নদীতে ফেলে দেয়ার অভিযোগে গত ২৪ জুন বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথসহ নামধারী ৪ জন এবং অজ্ঞাতনামা হিসেবে আরো ৩ জনের নাম রাখা হয়। মামলাটি দায়ের করলে আদালতের বিচারক মোঃ ফারুক হোসাইন মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সার্কেল এসপিকে নির্দেশ দেন। এতে মামলার তদন্তভার পায় সার্কেল এসপি সুকুমার রায়। গত ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সুকুমার রায় আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, অভিযোগের স্বপক্ষে কোন নিরপেক্ষ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে আরো জানান, বাদি নিজে তার লোকজন নিয়ে সংসদ সদস্যর বিরোধিতা করে আসছে। ওই বিরোধিতার জের ধরে বিভিন্ন সময় সংসদ সদস্য ও তার পরিবার বর্গের উপর বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে আসছে। এদিকে আদালতে এমন প্রতিবেদন দাখিলে পুর্বে বাদিকে সাক্ষি দেয়ার জন্য ডেকে নিয়ে আসামিদের সাথে মিলে যাওয়ার জন্য বলেছিলেন সার্কেল এসপি সুকুমার রায়। বাদি ও তার দুই ভাইয়ের সাক্ষি ছাড়া আর কারো সাক্ষি না নিয়েই মেডিকেল রিপোর্ট ছাড়াই আসামিদের পক্ষে এ প্রতিবেদন দেয়া হয়েছে বলে অভিযোগ সঞ্জয় চন্দ্রের।
এক প্রশ্নের জবাবে সঞ্জয় চন্দ্র বলেন, ক্ষমতার অপব্যবহারকারী সংসদ সদস্য পংকজ নাথের নির্দেশে এমন প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা ভুক্তভোগী। পুলিশ মামলার সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তির ব্যবস্থা করবে এজন্যই মামলা করা। কিন্তু ক্ষমতারকাছে মাথানত করে ভুক্তভোগীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন সার্কেল এসপি বাবু সুকুমার রায়। তাই এ পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করে গত ৩ অক্টোবর পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ দেবনাথ বলেন, ‘গত ৫ বছর ধরেই আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই সংবাদ সম্মেলনও কারো ইঙ্গিতে সঞ্জয় চন্দ্র করছে। একটি চক্র দীর্ঘদিন করেই এমন অপপ্রচারে লিপ্ত। ’