6:46 pm , April 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সুবিধা বঞ্চিত শিশুদের সৃজনশীলতা বিকাশে তাদের নিয়ে একদিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে নগরীর জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়ন ও পাঠাগারে দিন ব্যাপী এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে আর্ট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী। শিল্পী অভিজিত চৌধুরী সহ সাত শিল্পীর পরিচালনায় আর্ট ক্যাম্পে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্ছিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ১১০ জন প্রতিযোগী অংশ নেয়। দেশ ব্যাপী সুবিধা বঞ্ছিত শিশুদের নিয়ে আয়োজিত বরিশালের এই আর্ট ক্যাম্পটি ছিলো পঞ্চম তম আর্ট ক্যাম্প। তবে বরিশালে প্রেক্ষা পটে এটিই প্রথম আয়োজন।