ইসলামিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ মাহিন্দ্রা ভাঙচুর ইসলামিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ মাহিন্দ্রা ভাঙচুর - ajkerparibartan.com
ইসলামিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ মাহিন্দ্রা ভাঙচুর

6:09 pm , October 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ইসলামীয়া কলেজের সামনে থেকে মাহিন্দ্রা চলাচল বন্ধ করাসহ দুই দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি বিক্ষুদ্ধরা দুইটি মাহিন্দ্রা গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। গতকাল সোমবার সকালে কলেজের সামনে এই ঘটনা ঘটে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহসিন উল ইসলাম হাবুল বলেন, গত ৩ সেপ্টেম্বর বড় একটি দুর্ঘটনায় আমার কলেজের দুই ছাত্রী গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় প্রথমে রেড ক্রিসেন্ট হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ওই দুই ছাত্রীকে ভর্তি করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কোন আন্দোলন করেনি। তবে সোমবার শিক্ষার্থীরা মিটিং করে কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ করেছে। একটি যানও ভাঙচুর করেছে। বিষয়টি আমি যানতে পেরে ও ঘটনাস্থলে থানা ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

শিক্ষার্থী মো: সুমন জানান, প্রায়ই এই কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। আমাদের দাবী দ্রুত গতির এই গাড়ি এই রাস্তায় চলাচল করতে পারবে না। আর দুই যেহেতু আহত শিক্ষার্থীরা দরিদ্র পরিবারের সন্তন সেক্ষেত্রে তাদের চিকিৎসা খরচও বহন করতে হবে। এখন দুই শিক্ষার্থী গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT