নিষেধাজ্ঞার শুরুর পূর্বে পোর্ট রোডে ধুম পড়ে ইলিশ বিক্রির নিষেধাজ্ঞার শুরুর পূর্বে পোর্ট রোডে ধুম পড়ে ইলিশ বিক্রির - ajkerparibartan.com
নিষেধাজ্ঞার শুরুর পূর্বে পোর্ট রোডে ধুম পড়ে ইলিশ বিক্রির

5:50 pm , October 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞার শুরুর পূর্বে নগরীর পোর্ট রোডে ইলিশ বিক্রির ধুম পড়ে। গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত সেখানে ইলিশ বিক্রি হয়েছে। স্বল্প মূল্যে ইলিশ কিনতে পেরে খুশী ক্রেতারা। আর বিক্রেতারা বলেছেন সরকারী নিয়ম মেনে টানা ২২ দিন ইলিশ বিক্রি বন্ধ থাকবে। এ জন্য যে পরিমান ছিল তার সবটাই বিক্রি করতে হচ্ছে। ফলে মূল্য অর্ধেকে নেমে এসেছে।

বিকেলে নগরীর পোর্ট রোড মৎস্য আড়ৎ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভীড়। মূল্য কম থাকায় পর্যাপ্ত পরিমানে ইলিশ কিনে নিচ্ছে ক্রেতারা। অনেকেই আবার স্ব-পরিবারে এসেছেন পছন্দের ইলিশ কিনতে। ক্রেতারা জানান, স্বাভাবিক সময়ে যে ইলিশ কেজি প্রতি ৮০০ টাকা থেকে ৯০০ টাকায় কিনতে হয় তা ৫’শ থেকে ৬’শ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ছোট সাইজের ইলিশ ৪’শ টাকা কেজি প্রতি বিক্রি করা হয়।

বিক্রেতারা জানান, শেষ দিন হওয়ার কারনে বিভিন্ন মোকাম থেকে খুচরা ব্যবসায়ীরা তাদের মজুদকৃত মাছ এখানে নিয়ে আসে। ফলে মাছের আমদানী ছিল পর্যাপ্ত। যেহেতু মাছ মজুদ করার কোন সুযোগ নেই। তাই আমরা স্বল্প মূল্যে মাছ বিক্রি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT