পুলিশকে লাঞ্ছিতকারী সেই বখাটের বিরুদ্ধে মামলা পুলিশকে লাঞ্ছিতকারী সেই বখাটের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
পুলিশকে লাঞ্ছিতকারী সেই বখাটের বিরুদ্ধে মামলা

5:51 pm , September 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ রেজিস্ট্রেশন ও হেডলাইট বিহীন মোটরসাইকেলের আটকে সঠিক পন্থায় গাড়ি চালানোর পরামর্শ দিয়ে লাঞ্চিত হওয়ার ঘটনায় মহানগর পুলিশের সেই সদস্য মামলা করেছে। গত শুক্রবার রাতে কোতয়ালী মডেল থানায় বখাটেকে আসামী করে মামলা করা হয়েছে। লাঞ্চিত হওয়া মহানগর পুলিশের অপরাধ ও মিডিয়া বিভাগের কনষ্টেবল মো. ওবায়দুল হক বাদী হয়ে মামলা করেন। মামলার একমাত্র আসামী হলো বখাটে নগরীর দক্ষিন আলেকান্দা নিউ হাউস রোডের কল্পনা বাসার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে শাওন (২৩)। মামলায় তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যানবাহন চালনা করে আক্রমন করা ও সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর বাংলা বাজার এলাকার নিউ হাউস রোড এলাকায় রেজিস্ট্রেশন ও হেডলাইট বিহীন মোটরসাইকেলের চালককে আটকে সঠিক পন্থায় গাড়ি চালানোর পরামর্শ দেয় মামলার বাদী। তখন আসামী বখাটে শাওন এসে তাকে লাঞ্চিত করে। ঘটনা ধারন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় নিন্দার উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটিতে দেখা গেছে, বাংলা বাজার এলাকার নিউ হাউস রোডে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এক ছাত্রকে (কালো শার্ট পরিহিত) বেপরোয়া মোটরসাইকেল চালনা করায় তাকে ঠিকভাবে মোটরসাইকেল চালানোর পরামর্শ দিতে থাকেন একজন পুলিশ সদস্য। এমনকি সেই মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন এবং হেডলাইটও ছিল না। একপর্যায়ে ওই এলাকার একজন ব্যক্তি (লাল টি শার্ট পরিহিত) সিগারেট হাতে নিয়ে মোটর সাইকেলটির পাশে এসে বলেন মোটরসাইকেলটি তার। একপর্যায়ে ওই পুলিশ সদস্যর পরিচয় জানতে চায় লাল টি শার্ট পরিহিত ব্যক্তি। কিছুক্ষণ পর সে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেয় এবং তার কাছে র‌্যাব পুলিশ কোনো ব্যাপার না বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং কাউকে নিয়ম না শেখার জন্যও বলতে থাকে। একপর্যায়ে রাস্তার পাশে থাকা পুলিশ সদস্যর মোটরসাইকেলটিও ভাংচুর করে এবং ওই পুলিশ সদস্যকে লাঞ্ছিতও করে শাওন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT