র‌্যাব পরিচয়ে মোবাইল সেট হাতিয়ে পালানো প্রতারক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে মোবাইল সেট হাতিয়ে পালানো প্রতারক গ্রেপ্তার - ajkerparibartan.com
র‌্যাব পরিচয়ে মোবাইল সেট হাতিয়ে পালানো প্রতারক গ্রেপ্তার

5:50 pm , September 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ শেষ রক্ষা হয়নি নগরীর স্যামসং শো-রুম থেকে র‌্যাব-৮ অধিনায়কের নাম ভাঙিয়ে মোবাইল সেট নিয়ে পালানো প্রতারকের। ঘটনার মাত্র ছয় দিনের মাথায় র‌্যাবের হাতে আটক হতে হয়েছে প্রতারককে। তথ্য প্রযুক্তি ব্যবহার এবং সিসি টিভি’র ধারনকৃত ফুটেজ এর সহযোগিতায় গতকাল শনিবার ভূয়া র‌্যাব পরিদর্শক পরিচয় দেয়া প্রতারক আতিকুল ইসলাম মাসুমকে (৪২) নগরীর রূপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয়েছে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া সেই মোবাইল সেটটিও।
গ্রেপ্তারকৃত প্রতারক আতিকুল ইসলাম মাসুম পটুয়াখালীর বাউফল উপজেলার সিংরাকাঠি গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে। দীর্ঘ দিন ধরেই সে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারনা করে আসছে বলে র‌্যাব-৮ এর কাছে স্বীকারক্তি দিয়েছে ওই প্রতারক। তার বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশাল ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) এর ডিএডি মো. আল মামুন সিকদার বাদী হয়ে চুরি ও প্রতারনা আইনে একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব-৮ থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর নগরীর সদর রোডস্থ কাকলির মোড় সংলগ্ন বগুরা রোডের সম্মুখে অবস্থিত স্যামসাং শো-রুম যায় তারিকুল ইসলাম মাসুম নামের প্রতারক। সেখানে নিজেকে র‌্যাব-৮ এর পরিদর্শক বলে পরিচয় দেয়। পাশাপাশি র‌্যাব-৮ এর অধিনায়কের নাম ভাঙিয়ে টাকা পরিশোধ না করেই একটি স্যামসাং গ্যালাক্সি জে-৬ মডেলের মোবাইল নিয়ে যায়। যার মূল্য ২১ হাজার ৯শত টাকা। ওকিটকি হাতে সিভিল পোশাকে আসা ওই প্রতারক টাকা পরিশোধের কথা বলে শো-রুম কর্মচারীকে নিয়ে মোটরসাইকেলে করে র‌্যাব-৮ কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বগুরা রোডে সদর গালস্ স্কুলের সামনে কর্মচারীকে দোকানে ফ্রিজের ঠান্ডা পানি আনতে পাঠিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।
এই ঘটনায় শো-রুমের ম্যানেজার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পাশাপাশি র‌্যাব-৮ এর কাছে একটি অভিযোগ দেন শো-রুমের মালিক। তাছাড়া প্রতারনার পুরো বিষয়টি নিয়ে ২৪ সেপ্টেম্বর দৈনিক আজকের পরিবর্তনে একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিকে ঘটনার একদিন পরে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর র‌্যাব-৮ অভিযোগ পেয়ে স্যামসাং শো-রুম এর ধারনকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। একই সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই প্রতারকের অবস্থান নিশ্চিত হয় র‌্যাব-৮। পরে র‌্যাব-৮ সিপিএসসি’র বিশেষ অভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করে। সেই সাথে প্রতারকের কাছ থেকে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া মোবাইল সেটটিও উদ্ধার করেন তারা।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রতারক মো. আতিকুল ইসলাম মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে স্বীকার করেছে যে দীর্ঘ দিন ধরেই প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের প্রতারনা করে আসছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT