5:52 pm , September 15, 2018

রাসেল মল্লিক, মুলাদী ॥ দীর্ঘদিন ধরে সাধারন মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জনপ্রিয় নেতায় পরিনত হওয়া যুবমৈত্রির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা হয়েছে মুলাদীতে। আসন্ন সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তরুন ও জনপ্রিয় এ নেতা সাধারন মানুষের সাথে কুশল বিনিময়ের জন্য শোভাযাত্রা নিয়ে মুলাদীতে যান। গতকাল শনিবার বেলা ১১টায় মুলাদীতে ওই শোভাযাত্রাকালে সাধারন মানুষ তাকে অভিনন্দন জানিয়ে তার পাশের থাকার সম্মতি দিয়েছেন। সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত এ নেতা উপজেলার বাদাম তলা, প্যাদার হাট, রেইনট্রি তলা, মুলাদী বাজার, হিজলা-মুলাদী ব্রিজ এলাকায় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। মোটর শোভাযাত্রায় মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।