ব্যাব-৮ এর অভিযানে বাকেরগঞ্জ থেকে প্রায় ৩৩ হাজার ইয়াবাসহ আটক-২ ব্যাব-৮ এর অভিযানে বাকেরগঞ্জ থেকে প্রায় ৩৩ হাজার ইয়াবাসহ আটক-২ - ajkerparibartan.com
ব্যাব-৮ এর অভিযানে বাকেরগঞ্জ থেকে প্রায় ৩৩ হাজার ইয়াবাসহ আটক-২

5:37 pm , September 15, 2018

রুবেল খান ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদক, সন্ত্রাসী, অস্ত্রবাজ, জঙ্গি ও দস্যুদের আতংক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের মানুষের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে তারা। প্রতিষ্ঠার পর থেকে গত এক যুগে সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, জঙ্গি ও জলদস্যু এবং বনদস্যু দমনে নজীরবিহীন সাফল্য বয়ে এনেছে তারা। এমনকি সাফল্যের দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকেও পেছনে ফেলে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছে তারা। যার আরেকটি বড় প্রমান বাকেরগঞ্জে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা। প্রায় ৩৩ হাজার পিস ইয়াবার বিশাল চালান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদক দ্রব্য উদ্ধারের রেকর্ড সৃষ্টি করেছে র‌্যাব-৮। কেননা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটাই স্মরণকালের সব থেকে বড় ইয়াবার ধরা পড়েছে। ইতিপূর্বে মহানগর ডিবি পুলিশ প্রায় চার হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করতে পারলেও ইয়াবা উদ্ধারের এ রেকর্ড আর কোন বাহিনীর নেই।
গত শুক্রবার দিবাগত রাতে বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরীঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী হলো- ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) ও কক্সবাজারের উখিয়া থানাধিন কতুপালং (৯নং ওয়ার্ডের) বাসিন্দা আব্দুল আজিজ এর ছেলে ইব্রাহীম (২০)। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। এক যুগে পদার্পন করে র‌্যাব-৮ এর এই সফল অভিযানকে বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সফল অভিযানের তথ্য তুলে ধরে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরিঘাট এর উত্তর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৮টার দিকে র‌্যাবের ওই বিশেষ অভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষমান রাবেয়া বেগম ও ইব্রাহিম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই দুই মাদক ব্যবসায়ীর কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশী করে। এসময় ব্যাগের ভেতর থেকে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছে থাকা ৩টি মোবাইল সেট, ৪টি সীম কার্ড ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, তাদের নিজস্ব গোয়েন্দাদের তথ্য ছিলো ওই দুই মাদক ব্যবসায়ী বিগত ৪/৫ বছর যাবত মাদক ব্যবসা করে। তারা দেশের বাহির থেকে মাদক এর চালান ক্রয় করে তা কক্সবাজার, চট্টগ্রাম, বেনাপোল, যশোর, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী এবং ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। এর আগে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানিক দল গোপালগঞ্জে আরো একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গত বৃহস্পতিবার পরিচালিত ওই অভিযানে সেখান থেকে এক হাজার ৪৪৮ বোতাল ফেন্সিডিল এবং মাদক বহনকারী একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।
এদিকে র‌্যাব-৮ সূত্রে জানাগেছে, শুধুমাত্র এই একটি অভিযানই নয়, এর পূর্বে মাদক, সন্ত্রাস, জঙ্গি, অস্ত্রবাজ, চাঁদাবাজ, জলদস্যু এবং বনদস্যুদের বিরুদ্ধে র‌্যাব-৮ এর পরিচালিত অভিযানে বেশ সফলতা বয়ে আসে। বিশেষ করে মানগ্রোভ খ্যাত সুন্দরবন দস্যু মুক্ত হতে চলেছে র‌্যাব-৮ এর প্রচেষ্টাতেই। এরই মধ্যে সুন্দরবনকে সদ্যু মুক্ত করতে এবং মৎস্য ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর চৌকশ বাহিনী। তাদের অভিযানের কারনে কোনঠাসা একাঠিক দস্যু বাহিনীর প্রধান সহ একাধিক দস্যু সদস্যরা নিজেদের জীবন বাচাতে আত্মসমর্পন করেছে। তাদের কাছ থেকে র‌্যাব উদ্ধার করে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ। যারা আত্মসমর্পন করেনি তাদের পরিনতি হচ্ছে মৃত্যু। এর মধ্যে র‌্যাব-৮ এর সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে জলদস্যু ও বনদস্যু বাহিনীর একাধিক সদ্য।
অপরদিকে শুধুমাত্র সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দস্যু, জঙ্গি, অস্ত্রবাজদের বিরুদ্ধেই নয় ‘বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, রাজবাড়ি সহ মোট ১১টি জেলা নিয়ে গঠিত র‌্যাব-৮ কর্তৃক গত এক যুগ ধরে পরিচালিত হয়ে আসছে বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম। মাদকের ভয়াবহ সোবল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীদের রক্ষায় স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনা মুলক সভা-সেমিনার, মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতাও করেছে তারা। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, ঈদ-কোরবানীতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান, সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, নৌ পথের নিরাপত্তায় টহল ব্যবস্থা সহ নানান কার্যক্রম র‌্যাব-৮ কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর কাছে প্রশংসনীয় করে তুলেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT