গোপালগঞ্জ থেকে বিপুল ফেন্সিডিলসহ আটক ২ গোপালগঞ্জ থেকে বিপুল ফেন্সিডিলসহ আটক ২ - ajkerparibartan.com
গোপালগঞ্জ থেকে বিপুল ফেন্সিডিলসহ আটক ২

5:33 pm , September 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গোপালগঞ্জ থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পরিচালিত অভিযানে আটক হয় অনিন্দীতা রহমান টুম্পা (৩৫) ও কে এম রায়হান রিমন (২৪)। টুম্পা গোপালগঞ্জ সদরের ঘোষের চর এলাকার লুৎফর রহমান চৌধুরী টুটুল’র স্ত্রী ও রিমন সাভার আশুলিয়ার কবিরপুর আব্দুল মোতালেব খানের ছেলে। র‌্যাব থেকে জানানো হয়, ঘোষের চর এলাকার বাসিন্দা মজিবর রহমান চৌধুরীর ছেলে লুৎফর রহমান চৌধুরী টুটুল দীর্ঘ ৫/৭ বছর ধরে স্ত্রী টুম্পা ও রিমনসহ কয়েক সহযোগি নিয়ে দেশের বাহির থেকে ফেন্সিডিল এনে মজুদ করে। পরে ফরিদপুর, বেনাপোল, যশোর, মাদারীপুর, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, রাজবাড়ী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী, টেকেরহাট, ঝিনাইদহ, ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে টুটুল ও সহযোগিরা পালিয়ে যায়। তখন র‌্যাবের দলটি বাড়ি ঘেরাও করে টুটুলের ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশী করে। ঘরের তিনটি কক্ষ থেকে এক হাজার ৪৪৮ বোতল ফেন্সিডিল, পাঁচটি মোবাইল সেট, ফেন্সিডিল বিক্রির তিনটি রেজিষ্টার ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটক করা হয় টুম্পা ও রিমনসহ টুটুলের মা ফাতেমা চৌধুরী ও বাবা মজিবর চৌধুরীকে আটক করা হয়। পরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা না থাকার কারনে মজিবর ও ফাতেমা চৌধুরীকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT