5:45 pm , September 12, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করতে হবে এই সরকারের অধিনে এই দেশে কোন নির্বাচন হবে না। আজ গনতন্ত্র উদ্ধারের জন্য সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া দেশের মানুষের মৌলিক ভোটের অধিকারের কথা বলার কারনে অনির্বাচিত স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় জেলে পুড়ে রেখেছে। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কারাগারে আদালত স্থানান্তর করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে প্রতীকি অনশন কর্মসূচি পালন কালে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ, সহ-সাধারন সম্পাদক আনায়ারুলক তারিন, মহানগর সাবেক নেতা এ্যাড. মহসিন মন্টু, সাবেক মহানগর আহবায়ক এ্যাড. অলি হায়দার বাবুল, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ। প্রতীকি অনশন শেষে খালেদা জিয়ার মুক্তির দাবীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বরিশাল জেলা দক্ষিন বিএনপি আয়োজিত প্রতীক অনশন কর্মসূচি পালনকালে জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল কোতয়ালী বিএনপি সাবেক সভাপতি আজিজুল হক আক্কাস, দক্ষিন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার, পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার, বানারীপাড়া বিএনপি সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, বাবুগঞ্জ বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচিসহ দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এছাড়া টাউন হলের উত্তর পাশে প্রতীক অনশন কর্মসূচি পালন করে বরিশাল উত্তর জেলা বিএনপি। প্রতীক অনশন কর্মসূচিত অংশ গ্রহন করে হিজলা-মেহেন্দিগঞ্জ সাবেক সংসদ সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজব উদ্দিন ফরহাদ, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা মহিলাদল সাধারন সম্পাদক শায়লা শারমিন মিমুসহ বিএনপি সহ দলীয় যুবদল, স্বোচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।