প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ছাত্রনেতার পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ছাত্রনেতার পরিবার - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ছাত্রনেতার পরিবার

6:10 pm , September 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ছাত্রনেতা এইচএম সেলিম ইব্রাহিমের স্ত্রী ও কন্যাকে ১৫ শতাংশ জমি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ সেপ্টেম্বর গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ ছাত্রনেতার পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন। এছাড়াও শহীদ ছাত্রনেতা এইচ এম সেলিম ইব্রাহিমের কন্যা ডরথী ইব্রাহিম’র স্বামী কামরুজ্জামানকে ইসলামী ব্যাংকে কর্মকর্তা পদে নিয়োগ পত্র হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ ছাত্রনেতার স্ত্রী নাছিমা ইব্রাহিম, কন্যা ডরথী ইব্রাহিম জেলা প্রশাসক হাবিবুর রহমান, বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং সাবেক ছাত্রলীগ নেতা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপ উপস্থিত ছিলেন।

উল্লে¬খ্য ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় স্বৈরশাসকের পুলিশের ট্রাক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর উঠিয়ে দেওয়া হয়। এতে ছাত্রনেতা সেলিম ইব্রাহিম ও দেলোয়ার ঘটনাস্থলেই শহীদ হন। ওই সময় সেলিম ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ পর্বের ছাত্র ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT