6:10 pm , September 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ‘বরিশাল খুব সুন্দর। প্রথম সফরেই বরিশালের নদী-প্রকৃতি ও মানুষ আমার মন কেড়েছে। ইলিশ জেলেরা পরিশ্রমী এবং সাহসী। স্বরূপকাঠীর ভাসমান বাজার, পেয়ারা বাগান এবং কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আবার যখন আসব তখন উজিরপুরের শক্তিপীঠ তারা মন্দিরে যাব।’ রোববার বরিশাল সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা নৌ-ভ্রমনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা বলেন।
বিকাল পৌনে চার টায় বরিশাল নৌ-বন্দর থেকে কীর্তনখোলার বুক চিরে এমভি দোয়েল নামের লঞ্চ শ্রিংলা সহ অন্যান্য অতিথিদের নিয়ে আগাতে থাকে মেহেন্দিগঞ্জের দিকে। একে একে খরস্রোতা কালাবদর ও মাসকাটা নদী পেরিয়ে এমভি দোয়েল মেহেন্দিগঞ্জের পাতারহাট ঘাটে পৌঁছায় সন্ধ্যা ৬টায়। দীর্ঘ নদী পথে লঞ্চের বারান্দায় বসে নদীর স্রোতধারা, দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জেলেদের ইলিশ ধরার কৌশল দেখে উচ্ছাস প্রকাশ করেন পাহাড়ে ঘেরা দার্জিলিংয়ের মানুষ হর্ষবর্ধন শ্রিংলা। যেতে যেতে গতি থামে দোয়েলের, কাছে আসে ইলিশ জেলেদের নৌকা। নৌকা থেকে তোলা হয় তরতাজা ইলিশ। এবার চেয়ার থেকে উঠে দাড়িয়ে একটি ইলিশ হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে শ্রিংলা বলেন ‘বাংলাদেশ ইজ ফেমাস ফর ইলিশ’। তিনি মুঠ ফোনে ইলিশের অনেকগুলো ছবি তুলে বলেন, ‘পরিবারের সবাইকে দেখাবো,বরিশালের নদী থেকে ধরার পরপরই ইলিশের এ ছবি আমি তুলেছি’।
শরতের ¯িœগ্ধ বিকেলে নৌ-ভ্রনের আসা-যাওয়ার পথে শ্রিংলার সঙ্গে কথা হয় বরিশাল নিয়ে। তিনি বলেন, বরিশাল অর্থনৈতিক ভাবে এখন অনেক গুরুত্বপূর্ণ। উত্তরে প™§া সেতু, দক্ষিণে পায়রা বন্দর। মাঝখানে প্রধান নগরী বরিশাল। শুনেছি ভোলার গ্যাস বরিশালে আসবে। তাহলে এ নগরী সহ জেলায় শিল্পোন্নয়ন হবে। বাংলাদেশ সরকারও বরিশালের সার্বিক উন্নয়নে ব্যপক কার্যক্রম চালাচ্ছে। বরিশাল নগরীর উন্নয়নে আমরা কাজ করতে পারি। উদাহরণ টেনে শ্রিংলা বলেন, রাজশাহী, ফরিদপুর ও সিলেটে ভারত সরকারের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কথা প্রসঙ্গে শ্রিংলা বরিশালে নৌ-ভ্রমনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের প্রতি। এমপি পংকজ দেবনাথ বলেন, ধান-নদী-খালের বরিশালে মান্যবর রাষ্ট্রদূত শ্রিংলাকে নদী ও প্রকৃতির সৌন্দর্য দেখাতে পেরে তিনিও আনন্দিত।
সন্ধ্যায় হর্ষবর্ধন শ্রিংলাকে সংবর্ধনা দেওয়া হয় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রিংলা বলেন, নদী বেষ্ঠিত জনপদ হিজলা-মেহেন্দিগঞ্জের উন্নয়নে যে কোন সহযোগিতা দিতে ভারত সরকার আগ্রহী। সংবর্ধনা শেষে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুটি ফলদ ও ওষধী গাছের চারা রোপন করেন। পরে সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ থেকে রওয়ানা হয়ে লঞ্চ এমভি দোয়েল যোগে মাসকাটা, কালাবদর ও কীর্তনখোলার রাতের রূপ উপভোগ করতে করতে পৌছেন বরিশাল নৌ-বন্দরে। নৌ ভ্রমনে হর্ষবর্ধন শ্রিংলার সফর সঙ্গী ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী রাজেশ উইকে, নবনীতা চক্রবর্তী, মিডিয়া এটাসে রঞ্জন মন্ডল এবং শেরে বাংলা ফাউন্ডেশনের সভাপতি ফাইয়াজুল হক রাজু। রাতেই হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে নৌ-পথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন শ্রিংলা।