মসজিদের ইমামকে জিম্মী করে চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার-১ মসজিদের ইমামকে জিম্মী করে চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার-১ - ajkerparibartan.com
মসজিদের ইমামকে জিম্মী করে চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার-১

6:40 pm , April 25, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে এক ইমামকে অপহরন করে ১০ হাজার টাকা মুক্তিপন আদায় করেছে সন্ত্রীরা। এ ঘটনা নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। অবশেষে ঘটনার ১৫ দিন পর গত ২৪ এপ্রিল রাতে ভুক্তভোগী ইমাম মাওলানা এহসানুল হক বাদী হয়ে ৩ জনকে আসামী করে বাবুগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ মাসুদুর রহমান ওই রাতে অভিযান চালিয়ে অপহরনকারীর হোতা মোঃ ইউসুফ মাঝিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। মামলার সূত্রে জানা গেছে গত ৯ এপ্রিল রাতে পশ্চিম ভূতেরদিয়া নিজ বাড়ির বায়তুল আমান জামে মসজিদের পাশে প্রকৃতির ডাকে মসজিদের বাহিরে যায় ইমাম এহসানুল হক। এসময় ইউসুফ মাঝি ও তারসঙ্গীরা মটরসাইকেল যোগে এসে তাকে দেশী অস্ত্রের ভয়ে জিম্মি করে হাত ও চোখ বেধেঁ একটি বাগানের মধ্যে নিয়ে তাকে মারধর করে ২০ হাজার টাকার মুক্তিপন দাবি করে। এহসানুল হক এ সংবাদ তার ভাইদের জানালে ভাইয়েরা এহসানুল হকের মোবাইলে বিকাশের মাধ্যমে ১০হাজার টাকা পাঠিয়ে দিলে অপহরনকারীরা মোবাইলের গোপন পিনের মাধমে ১০ হাজার টাকা তুলে নেয়। মুক্তিপনের টাকা পাওয়ার পর ইমাম এহসানুল হককে চোখ বাধা অবস্থায় পশ্চিম ভূতেরদিয়া আলিমের দোকানের পাশে ফেলে রেখে পালিয়ে যাওয়া। মাওলানা এহসানুল হক উপজেলার পশ্চিমভূতেরদিয়া গ্রামের মোঃ সেলিম হোসেনের ছেলে ও হাজিবাড়ি জামে মসজিদের ইমাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT