মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন - ajkerparibartan.com
মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন

5:37 pm , September 9, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিএম স্কুল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা। গতকাল রোববার মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বিএম স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং শেরে-ই বাংলা একে ফজলুল হকের প্রপৌত্র (নাতি) ফাইয়াজুল হক রাজু। প্রধান অতিথির বক্তব্যে হর্ষ বর্ষন শ্রিংলা বলেন, বরিশাল সফরে আসতে পেরে তিনি ধন্য। ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিলো, আছে এবং থাকবে বলেও প্রধান অতিথির বক্তব্যে বলেন ভারতীয় হাইকমিশনার। মেলা আয়োজক কমিটি সূত্র জানায় গেছে, মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় ৬টি প্যাভেলিয়ন সহ মোট ৪৭টি স্টল স্থান পেয়েছে। তাঁত ও বস্ত্র পন্য সহ বিভিন্ন ধরনের পন্য সামগ্রী পাওয়া যাচ্ছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিএম স্কুল মাঠের মেলা প্রাঙ্গনে নাগরদোলা, ট্রেন এবং নৌকা দোলনাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পরে বিএম স্কুলের লাইব্রেরীতে রাখার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা বইসহ ভারতের বিভিন্ন লেখকদের বই স্কুলের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন শ্রিংলা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT