চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার - ajkerparibartan.com
চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার

5:57 pm , September 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ চেক দিয়ে প্রতারনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের (বাকসু) জিএস ও ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস জানান, এনআই এ্যাক্টে একটি চেক প্রতারণা মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামী ছিলেন নাহিদ সেরনিয়াবাত। সেই মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করা হলে বিচারক জামিন মঞ্জুর না করে নাহিদকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এদিকে আদালতে নাহিদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করে নাহিদের ক্যাডার বাহিনী। প্রসঙ্গত: নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে এর পূর্বে জমি ও ইটভাটা দখলের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ইতিপূর্বে রাজধানীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটকও হয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT