শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

5:26 pm , August 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় সাইফুল ইসলাম নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। সে বানারীপাড়ার উপজেলার কুমার পাড়া গ্রামের নূরুজ্জামানের ছেলে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে গত এক বছর ধরে নিজেকে কখন ইন্টার্নী, কখনো মেডিকেল অফিসার দাবী করে গলায় একটি স্টেথিস্কোপ ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটে রাউন্ড দেয়। এই সময়কাল ধরে সে রোগী ও স্বজনদের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা মূলক কথা বলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এমনকি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিত্তশালী পরিবারের কন্যাকে বিয়েও করেছেন। সে নগরীর সাগরদী ইসলামী আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছেন স্বীকার করেছে। এদিকে বেশ কিছুদিন পূর্বে চিকিৎসক পরিচয়ধারী সাইফুল হাসপাতালের ৪র্থ শ্রেনী কর্মচারী আবদুল রশিদ’র ছেলেকে চাকুরী দেয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পরে আবদুল রশিদ ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তড়িৎ কুমার সমাদ্দারকে জানালে তিনি ওই ভুয়া চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করে। আর তখনই ধরা পরে যায় সাইফুল নামের এই ভুয়া চিকিৎসক। পরে সংশি¬ষ্ট বিভাগের সহকারী অধ্যাপক ডা. মহসিন হোসেন ভুয়া চিকিৎসক সাইফুলকে হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেনের কাছে সোপর্দ করেন। পরিচালক ডা. বাকির হোসেন সাইফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১ টায় কোতয়ালী মডেল থানার পুলিশের নিকট সোপর্দ করেছেন। কোতয়ালী মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক পরিচয়কারী সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT