বরিশালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভবন নির্মিত বরিশালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভবন নির্মিত - ajkerparibartan.com
বরিশালে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভবন নির্মিত

5:25 pm , August 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পরে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব বিভাগীয় অফিস ভবন নির্মিত হল। নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে প্রায় পৌনে ৫ কোটি টাকায় পাঁচ তলা এ ভবনটির নির্মান কাজ চলতি বছরের প্রথমভাগে সম্পন্ন হলেও এ মাসের প্রথম সপ্তাহে সেখানে বিভাগীয় পরিচালকের দপ্তর স্থানান্তর করা হয়েছে। এর আগে দীর্ঘ ২৫ বছর ধরে নগরীর টিটিসি’র ছাত্রাবাস ভবনের তৃতীয় তলার কয়েকটি কক্ষে সরকারি এ দপ্তরটির কার্যক্রম চলছিল।

১৯৯৩ সালের ১ জানুয়ারি বরিশাল প্রশাসনিক বিভাগের কার্যক্রম শুরুর দিন থেকেই এখানে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় দপ্তরও চালু করা হয়। শুরুতে সম্পূর্ণ অস্থায়ীভাবে নগরীর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস ভবনে অন্য কয়েকটি সরকারি দপ্তরের মত স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় অফিসটির কার্যক্রমও চালু করা হয়। কিন্তু অস্থায়ী সে ব্যবস্থাই দীর্ঘ ২৫ বছর যাবত চালু ছিল। নানা টানাপোড়েনের অবশেষে ২০১৫ সালে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে স্বাস্থ্য অধিদপ্তরের স্কুল হেলথ ক্লিনিকের জমিতে বিভাগীয় পরিচালকের অফিস ভবন নির্মানের সিদ্ধান্ত গ্রহন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্পূর্ণ দেশীয় তহবিলে ভবনটি নির্মানের উদ্যোগ গ্রহণ করে ২০১৬ সালে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৫ তলা ঐ ভবনটির নির্মান কাজ শুরু হয়। গত বছরের শেষভাগে ভবনটির নির্মান কাজ প্রায় ৯৯ ভাগ সম্পন্ন হয়।

বিভিন্ন ধরনের খুটিনাটি কাজ সম্পন্ন করে গত মার্চে ভবনটির নির্মান কাজ শেষ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ পর্যবেক্ষনে চিহ্নিত সব ধরনের সমস্যাসমুহ সমাধান করে গত মাসেই ভবনটির হস্থান্তর সম্পন্ন হয়েছে।

নব নির্মিত এ ভবনটির নিচতলায় ৩টি গাড়ী পার্কিং-এর স্থান সম্বলিত গ্যারেজ ছাড়াও স্কুল হেলথ ক্লিনিক স্থাপন করা হয়েছে। দোতলা থেকে চারতলা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সহ উপ-পরিচালক ও সহকারী পরিচালকদের দপ্তর সহ প্রশাসনিক দপ্তর স্থাপন করা হয়েছে। ভবনটির ৫ম তলাতে একটি অতিথিশালাও নির্মান করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

নিচতলা থেকে ৫ম তলা পর্যন্ত এ ভবনটির প্রতিটি তলায় প্রায় ৩ হাজার বর্গফুট আয়তনের অবকাঠামো রয়েছে। আধুনিক নির্মানশৈলীর এ ভবনটির নির্মান কাজে গুণগত মানের ক্ষেত্রে কোন আপোষ করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জোনের নির্বাহী প্রকৌশলী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT