6:40 pm , August 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষনা হলো বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি। গতকাল রোববার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান দুটি ইউনিটে সুপার ফাইভ কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটি থেকে দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতারা ছিটকে পড়েছেন। বয়স সীমা পেরিয়ে যাওয়ায় তাদেরকে নতুন কমিটিতে স্থান দেয়া হয়নি।
ছাত্রদলের জেলা ও মহানগর কমিটিতে যারা নতুন নেতৃত্ব পেয়েছেন তার মধ্যে মহানগর ছাত্রদলে সভাপতি পদে রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক তসলিম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে তারিকুল ইসলাম তরিক ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাহমুদ হাসান তানজিলকে।
এছাড়া বরিশাল জেলা ছাত্রদলে মাহফুজুল আলম মিঠু সভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক ও সোহেল রাঢ়ীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া জেলায় সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে এ্যাড. তারেক আল ইমরান ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানকে।
সর্বশেষ গত ছয় বছর পূর্বে ২০১২ বরিশাল জেলা ও মহানগর ছাত্র দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। জেলায় মাসুদ হাসান মামুন ও মহানগরে খন্দকার আবুল হাসান লিমকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির মেয়াদ উত্তির্ণ হয় দীর্ঘ বছর আগেই। পূর্বের কমিটির নেতৃবৃন্দ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ন পদে আসলেও ঘোষনা হচ্ছিলো না বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি। এ নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা-কল্পনা চলে আসছিলো। যে কোন মুহুর্তে ছাত্রদলের কমিটি ঘোষনা’র সম্ভাবনাও ছিলো। এ নিয়ে সম্প্রতি আজকের পরিবর্তনে প্রধান শিরোনামে একটি সংবাদও প্রকাশ হয়েছে। অবশেষে সকল জল্পনা-কল্পনা এবং অপেক্ষার অবসন ঘটিয়ে গতকাল রোববার রাতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের সুপারফাইভ কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় সংসদ।
উল্লেখ্য তিন মাস মেয়াদের আহ্বায়ক কমিটি দিয়ে ৭ বছর পার করেছে জেলা ও মহানগর ছাত্রদল। ওয়ার্ড ও উপজেলা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পর জেলা এবং মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হবে। কিন্তু এই ৭ বছরে জেলার ১০ উপজেলার মধ্যে একমাত্র মেহেন্দিগঞ্জে এবং নগরীর ৩০ ওয়ার্ডের মধ্যে সাতটিতে সম্মেলন হয়েছে মাত্র।