জন্মস্থান থেকে শেষ বিদায়ে শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক গোলাম সারওয়ার জন্মস্থান থেকে শেষ বিদায়ে শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক গোলাম সারওয়ার - ajkerparibartan.com
জন্মস্থান থেকে শেষ বিদায়ে শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক গোলাম সারওয়ার

6:40 pm , August 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির জনক হারানোর শোকের দিনে বানারীপাড়া উপজেলাবাসীর হৃদস্পন্দন দেশ বরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে শেষ দর্শন ও শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও চিরবিদায় জানানো এ সাংবাদিকের জানাজায় অংশ নিয়ে হাজারো উপজেলাবাসী। এর আগে গতকাল বুধবার দুপুর আড়াইটায় আকাশ পথে তাকে নিয়ে আসা হয় বানারীপাড়ায়। দুপুর দুইটা ১০ মিনিটে জন্মস্থান বানারীপাড়ার জম্বুদীপ এলাকার হ্যালি প্যাডে অবতরন করে গোলাম সারওয়ারের মৃতদেহবাহী হেলিকপ্টার। সেখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হয় তার শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) মাঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সেখানে আনার পর দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। বিকেল ৩টায় হয় জানাজা । জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতি চারণ মূলক বক্তৃতা করেন স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম, প্রয়াত’র মেজ ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, প্রয়াত’র বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল সিটি’র নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসপি মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, স্বরূপকাঠির সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিতুল ইসলাম মুঈদ, শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, জেলা পুলিশের সুপার সাইফুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ প্রমুখ। নামাজের জানাযা শেষে তার মরদেহে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে হেলিকপ্টারে করে তার কফিন পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমকাল সম্পাদকের মরদেহ সর্বস্তরের জণগণের শ্রদ্ধার জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। দীর্ঘ কর্মময় জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন তার এই প্রিয় প্রতিষ্ঠানে। সংবাদকর্মীরা সেখানে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গোলাম সারওয়ার। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এদিকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ীরা বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT