বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন - ajkerparibartan.com
বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন

6:33 pm , August 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিনম্র চিত্তে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে ১৯৭৫ এর ১৫ই আগস্ট কাল রাত্রিতে ঘাতকদের বুলেটে শহীদ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের। জাতীয় শোক দিবস’র ৪৩তম বর্ষ উপলক্ষ্যে গতকাল বুধবার সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে দিন ব্যাপী কোরআন খতন, পুষ্পস্তাবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় নগরীর বান্দ রোডে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের নেতৃবৃন্দ। সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি। এসময় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিছুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পণ কালে বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, সদর উপজেলা চেয়ারম্যান ও সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন বরিশাল-৩ আসনের এমপি শেখ মো. টিপু সুলতান, বিসিসি’র নব নির্বাচিত আওয়ামী পন্থি কাউন্সিলরগণ, শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার, বরিশাল জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগের পক্ষে সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, রইচ আহমেদ মান্না সহ ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’র প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়েছে।
এর আগে সূর্যদয়ের সাথে সাথে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতিয় পতাকা অর্ধ নমিত রেখে শোকের প্রতীক কালোপতাকা উত্তোলন করা হয়। শুধু আওয়ামী লীগ কার্যালয়েই নয়, বরিশাল জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তার, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরীতে বিশাল এক শোক র‌্যালী বের করা হয়। যার অগ্রভাগে থেকে কালোপতা নাড়িয়ে শোক র‌্যালীর নেতৃত্ব দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সমর্থকদের অংশগ্রহনে জন ¯্রােতে পরিনত হয় শোক র‌্যালীটি। শহরের গুরুত্বপূর্ন সদর রোড, হাসপাতাল রোড সহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে শোক র‌্যালিটি।
এছাড়া মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৩০টি ওয়ার্ডের মসজিদ মাদ্রাসায় বাদ জোহার এবং বাদ আসর বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৫ই আগস্ট শাহাদাৎ বরণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আব্দুল্লাহ বাবু সহ শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার চির শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তাছাড়া অন্যান্য ধর্মীও উপাসনালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর প্রয়ান দিবস উপলক্ষে বিশেষ প্রর্থনা করা হয়। প্রতিটি ওয়ার্ড এবং বিভিন্ন বাজার ও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ এবং ব্যবসায়ীদের উদ্যোগে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। তাছাড়া গতকাল সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও রাস্তার মোড়ে মোড়ে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT