ডা. মনিষাসহ দুই জনের জামিন মঞ্জুর ডা. মনিষাসহ দুই জনের জামিন মঞ্জুর - ajkerparibartan.com
ডা. মনিষাসহ দুই জনের জামিন মঞ্জুর

6:35 pm , April 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাসদ ও ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের ভুখা মিছিল থেকে আটককৃত বিসিসি’র নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীসহ দুই জনের জামিন মঞ্জুর করেছে আদালত। দ্বিতীয় বারের মতো আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করা হয়। দশ হাজার টাকার বেলবন্ডে জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। জামিনপ্রাপ্ত অপর আসামি হলো, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা। এছাড়াও জামিন নামঞ্জুরকৃত নেতাকর্মীরা হলো, বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, জেলা শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য জাকির হোসেন ও নূর ইসলাম।
আদালত সুত্র জানায়, বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ বন্ধ ও লাইসেন্সের দাবীতে নগরীর ব্যস্ত সড়ক অবরোধ করা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে মনিষাসহ ৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। এ ঘটনায় রোববার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনাবেদন করা হলে নামঞ্জুর হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT