6:20 pm , August 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমরা বরিশাল সিটিকে দুর্নীতি মুক্ত একটি নগরিতে পরিনত করতে চাই। নীতির স্থানে আমি আটল থাকবো। অন্যান্য মেয়রের মত ১০ পার্সেন্ট, ১৫ পার্সেন্ট নিতে চাই না। যেখানে পার্সেন্টিস্ আছে সেখানে দুর্নীতি হয়। এই নগর ভবন দুর্নীতি মুক্ত নগর ভবন হবে। তিনি বলেন, ‘আমাকে নিয়ে আপনাদের অনেক আশা। আমি সেই আশা পুরন করতে চাই। তাই আপনাদের সমন্বয়ে একটি মেয়রের উপদেস্টা কমিটি গঠন করা হবে। আমি আমার স্বার্থেই বরিশালের উন্নয়ন করতে চাই। সেখানে আপনাদের সহযোগিতা চাই। যার মাধ্যমে আমি নগরীর সেবা করতে পারি।
নবনির্বাচিত সিটি মেয়র আরো বলেন, নগর ভবনের যেসব কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব আয়োজিত এ সভার সভাপতিত্বে করেন ক্লাবের সহ সভাপতি এমএম আমজাদ হোসেন। অনুষ্ঠানে ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশালে ইতিহাস তৈরি করেছে। একজন যুব নেতা থেকে স্বল্প সময়ের মধ্যে সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন দিয়েছে। আর নগরবাসী তাকে নগর পিতা করেছে। যিনি কর্মীবান্ধব একজন নেতা হয়েছেন। কাজী মিরাজ বলেন, বর্ষা মৌসুমে এই নগরীর মানুষ সড়কে মাছ ধরার উৎসব পালন করে। নাকে রুমাল দিয়ে মানুষকে হাটতে হয় এই নগরীতে। ঢাকার ন্যায় বরিশালও যানজটের নগরীতে রূপ নিচ্ছে। তাই এই সব নানা দুর্ভোগ কাটাতে হবে আপনাকে। আমরা আপনার পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো। তিনি বলেন, বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে টেকসই পরিকল্পনা দরকার। আপনি চেষ্টা করলে এই ক্লাবের বহুতল ভবনটি করতে পারবেন। আমরা অপেক্ষায় থাকলাম এই উন্নয়নের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. এসএম ইকবাল, ক্লাবের সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সম্পাদক তপংকর চক্রবর্তী, পুলক চ্যার্টাজী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, দৈনিক আজকের বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি শাহজাহান হাওলাদার, আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য কাজী মকবুল হোসেন, প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, ক্লাবের নির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, স্বপন খন্দকার, জিয়া বাবু, এম মিরাজ হোসাইন, সুখেন্দু এদবর, নাছিমুল হক, অপুর্ব অপু, এম মোফাজ্জেল, সাইফ আমীন, রুবেল খান, কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্টের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।