6:15 pm , August 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ট্রাফিক পুলিশ সপ্তাহ পালনে গত চারদিনে জেলা পুলিশের অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে যানবাহন থেকে প্রায় পৌনে সাত লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। এছাড়াও প্রায় পৌনে নয়শ’ মামলা করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত ৫ আগষ্ট থেকে জেলার ১০ উপজেলার ১০ থানার পুলিশ তল্লাশী চৌকি স্থাপন করে অবৈধ যানবাহন বিরোধী অভিযান করে। এছাড়াও নির্বাহী হাকিম’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে রেজিষ্ট্রেশন ও চালক লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন আটক করা হয়। যানাবাহন ও চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে। এরমধ্যে পুলিশী অভিযানে ৭২৯ টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৯শ’ টাকা। অপরদিকে ভ্রাম্যমান আদালত ১৯৮টি মামলা করে। এছাড়াও নির্বাহী হাকিম’র নির্দেশে জরিমানা আদায় হয়েছে ৯৮ হাজার ৯শ’ টাকা। ভ্রাম্যমান আদালত ও পুলিশী অভিযানে মোট ৮৬৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৮শ’ টাকা। জরিমানা হিসেবে আদায় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।