5:55 pm , August 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জ্ঞাত আয়বর্হিভুত সম্পদ অর্জনের মামলায় কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট এর সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে চার্জশীট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে উপস্থাপনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানার জিআরও এর কাছে চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আবুল হাসেম কাজী চার্জশীট জমা দেন। অভিযুক্ত মোঃ শাহাদাত হোসেন মেহেন্দিগঞ্জ সুলতানী উলানিয়ার মৃত নুরুল হকের ছেলে ও নগরীর প্যারারা রোডের বাসিন্দা এবং ঢাকা উত্তর কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট এর সুপারিন্টেন্ডেন্ট। চার্জশীটসূত্রে জানা গেছে, দুদকের তদন্তকালী সময়ে শাহাদাত হোসেনের কাছে সম্পত্তির বিবরণ চায়। এসময় আয়ের সাথে অসংগতি রেখে স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৭২ লাখ ৫৮ হাজার ৪৫৩ টাকার মিথ্যা সম্পত্তির বিবরণী প্রদান করে। এঘটনায় ২০১১ সালের ২০ আগস্ট দুদকের সাবেক সহকারি পরিচালক এমএইচ রহমতউল্লাহ বাদী হয়ে শাহাদাত হোসেনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন আইনে মামলা করে। মামলায় পরপর ৫ জনের তদন্ত শেষে চার্জশীট জমা দেন। চার্জশীটে তিনি উল্লেখ করেন, শাহাদাত হোসেন অবৈধভাবে আয়ের মাধ্যমে তার স্ত্রী ও সন্তানের নামে সম্পদ গড়ে তোলেন। পরে দুদক সম্পত্তির বিবরণ চাইলে বরিশাল নগরীর প্যারারা রোডের ৫৫ লাখ ৪৬ হাজার টাকার বাড়ি ৩৪ লাখ ৬ হাজার টাকা উল্লেখ করে দুদকে জমা দেয়। এছাড়াও স্ত্রী সালমা ও সন্তান হামিদুল হকের সম্পত্তিতেও গড়মিল করেন। এঘটনায় গতকাল চার্জশীট জমা দেয়া হয়।