নগরীতে বিএনপির বিক্ষোভ নগরীতে বিএনপির বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে বিএনপির বিক্ষোভ

6:51 pm , August 2, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশনের ভোট ডাকাতির প্রতিবাদ এবং পুননির্বাচনের দাবীতে পুলিশের কঠোর বেস্টনীতে নগরীতে বিক্ষোভ করেছে বিএনপি’র নেতা কর্মিরা। গতকাল বৃহস্পতিবার বৃস্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভ বিএনপি। দলের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি ও বিসিসি নির্বাচনে ২০ দলীয় জোটের পরাজিত মেয়র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন সহ অন্যান্যরা। সমাবেশ চলাবস্থায় বৃস্টি শুরু হলেও বৃস্টিতে ভিজে নেতাদের বক্তব্য শোনেন কর্মীরা। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব ২০ দলের পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ৩০ জুলাই নগরীর মানুষ ভোট দিতে পারেনি। র‌্যাব-পুলিশের সহায়তায় বাইরের বিভিন্ন জেলা-উপজেলার ২০/২৫ হাজার মানুষ বরিশালের মানুষের ভোট ডাকাতি করেছে। এই নির্বাচন জনগন মানে না। তাই বরিশাল ও রাজশাহীতে পুননির্বাচন ঘোষনার পাশাপাশি দলীয় সরকারের অধীনে এ দেশে আর কোন নির্বাচন হবেনা বলে হুশিয়ারী দেন সরোয়ার। সমাবেশ শুরু আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হয়। এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT