6:14 pm , August 1, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর সৈয়দ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চাপা দেয়া বাস জাবালে নূর পরিবহন’র চালককে আমতলী লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া চালক মাসুম বিল্লাল (৩০)। সে কলাপাড়ার উত্তর চাকামাইয়্যা এলাকার আব্দুল বারেকের ছেলে।
র্যাব থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ৩০ জুলাই বেলা ১১টার দিকে আমতলী লঞ্চঘাট এলাকায় অভিযান করে। র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মাসুম বিল্লাহকে আটক করা হয়। সে গত ২৯ জুলাই রাজধানীর রেডিশন হোটেল’র সামনে এমইএস বাসষ্ট্যান্ড সৈয়দ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চাপা দেয়। এতে এক ছাত্র ও এক ছাত্রী নিহত হয়। মুমুর্ষ অবস্থায় আহত হয়েছে আরো ৬ শিক্ষার্থী। এ ঘটনায় করা মামলার পলাতক আসামী ছিল মাসুম বিল্লাহ।