কীর্তনখোলার দুই লঞ্চের ঈদের অগ্রীম টিকেট বিক্রি শুরু আজ কীর্তনখোলার দুই লঞ্চের ঈদের অগ্রীম টিকেট বিক্রি শুরু আজ - ajkerparibartan.com
কীর্তনখোলার দুই লঞ্চের ঈদের অগ্রীম টিকেট বিক্রি শুরু আজ

6:06 pm , August 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল ফিতর যেতে না যেতেই দরজায় কড়া নাড়তে শুরু করেছে ঈদ উল আযহা অর্থাৎ কোরবানীর ঈদ। চলতি আগস্ট মাসেই ত্যাগের মহিমায় পালিত হবে এই ধর্মীয় উৎসব। তাই ঈদের মত করে কোরবানীতেও কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফেরেন তাদের আপন ঠিকানায়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে ফিরবেন লাখ লাখ মানুষ। তাদের নির্বিঘœ ও নিরাপদ যাত্রার অন্যতম রুট হচ্ছে নৌ পথ। সেই ভাবনা মাথায় রেখেই বরিশাল-ঢাকা নৌ রুটে নিয়মিত’র পাশাপাশি বিশেষ সার্ভিস এর ব্যবস্থা করে থাকেন লঞ্চ মালিক পক্ষ। এবারেও তার ব্যতিক্রম ঘটছে না। কর্মস্থল থেকে আপন ঠিকানায় ফেরা মানুষ এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরাদের নির্বিঘেœ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নৌ পথে বিশেষ সার্ভিস চালু করছেন লঞ্চ কর্তৃপক্ষ। বিশেষ করে ঈদ উল আযহা উপলক্ষে এরই মধ্যে ঈদ স্পেশাল সার্ভিস কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বরিশাল-ঢাকা নৌ রুটের সর্বাধুনিক ও দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ এমভী কীর্তনখোলা-১০ ও কীর্তনখোলা-২ লঞ্চ কর্তৃপক্ষ। আজ ২ আগস্ট বৃহস্পতিবার থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত অগ্রীম টিকেট বিক্রি কার্যক্রম চলবে। তবে কেবিন খালি থাকলে নির্ধারিত সময়ের পরেও যে আগে আসবে তাকে কেবিন দেয়া হবে। এমভী কীর্তনখোলা লঞ্চ গ্রুপ এর এজিএম রিয়াজুল করিম বেল্লাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদ সার্ভিসের ভাড়া বর্তমানের তুলনায় কিছুটা বৃদ্ধি থাকবে। পূর্বের মত করেই ঈদ যাত্রার ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে ২৩শ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার থেকে ১২শ টাকা হবে। কোন প্রকার স্লিপ এর সুযোগ নেই। সরাসরি ভাড়া পরিশোধ করে কেবিনের টিকেট বুকিং দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ঈদ সার্ভিস শুরুর সময় এখনো নির্ধারন হয়নি। তবে তার আগেই যাত্রীদের দুর্ভোগ এড়াতে এবং কালোবাজারীদের হাত থেকে যাত্রীদের রক্ষা করতেই সালমা শিপিং কোম্পানি’র কীর্তনখোলা লঞ্চে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT