6:02 pm , August 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৩নং ওয়ার্ডে নির্বাচনী কাউন্সিলর প্রার্থী এনামুল হক বাহার সমর্থকরা পরাজিত কাউন্সিলর প্রার্থী এমরান চৌধুরী জামাল সমর্থক দুই মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ২৩নং ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকাধীন দরজী বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলো- ওই এলাকার বাসিন্দা রাজ মিন্ত্রি জালাল ডাক্তারের স্ত্রী রিনা বেগম ও তার ছেলে আজিজুল ডাক্তার।
আহতরা জানায়, সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী এমরান চৌধুরী জামাল এর পক্ষে নির্বাচনী প্রচারনা চালায় জালাল ডাক্তারের স্ত্রী রিনা ও তার ছেলে আজিজুল। এতে ক্ষুব্ধ হয় তাদের স্বজন এবং বিজয়ী কাউন্সিলর প্রার্থী এনামুল হক বাহার সমর্থক কামাল ডাক্তারের স্ত্রী মুকুল বেগম ও তাদের প্রতিবেশী হানিফ হাওলাদার। নির্বাচন চলাকালিন সময় মুকুল বেগম বিভিন্ন ভাবে জামাল সমর্থক রিনা বেগমকে কটুক্তিও করে।
এর ধারাবাহিকতায় নির্বাচন শেষে গতকাল বুধবার রিনা বেগম’র মেয়ে মনি আক্তার রোহিঙ্গা বলে কটুক্তি করে তার চাচি মুকুল বেগম। মনি বিষয়টি তার মাকে জানায়। তখন তা রিনা তার জা মুকুল বেগমকে জিজ্ঞাসা করতে আসলে তিনি ক্ষিপ্ত হয়ে রিনা বেগম ও তার ছেলে সহ সবাইকে এলাকা ছাড়া করার হুমকি দেয়। এক পর্যায় মুকুল ও প্রতিবেশী হানিফ মিলে রিনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ছেলে আজিজ ডাক্তার বাঁধা দিতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত’র স্বজনরা।