প্রধানমন্ত্রীর কথা কেউ শুনছে না- সরোয়ার প্রধানমন্ত্রীর কথা কেউ শুনছে না- সরোয়ার - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর কথা কেউ শুনছে না- সরোয়ার

6:27 pm , July 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, বরিশালে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেউ মানছে না। যে যার ইচ্ছামত কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন সিটি নির্বাচন সুষ্ঠ হবে। তবে তার এই নির্দেশনার কোনো মূল্যই দিচ্ছে না তার দলীয় নেতাকর্মী ও প্রশাসন। রবিবার বিকাল ৫টায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘নির্বাচনে আমরা আইন মেনে চলছি। কিন্তু ক্ষমতাসীণ দলের প্রার্থী কোনো আইনই মেনে চলেনি। নির্বাচন কমিশনের অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। তফসিল ঘোষনার পর নির্বাচন কমিশন অসহায়। তারা আমাদের আশ্বস্ত করতে পারেনি সুষ্ঠ নির্বাচনের বিষয়ে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক গ্রেপ্তারও বন্ধ হয়নি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরও গনগ্রেপ্তার চালিয়েছে পুলিশ। প্রায় তিনশ নেতাকর্মীর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। বাবাকে না পেয়ে ছেলেকে নিয়ে গেছে। গালাগাল করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে।’ সরোয়ার বলেন, ‘আমাদের প্রচারনায় বাঁধা দেওয়া হচ্ছে। তবে ক্ষমতাসীণ দলের প্রার্থী রাস্তা আটকে জনগনের ভোগান্তি সৃষ্টি করে পথসভা করলেও তাকে কোনো বাঁধা দেওয়া হচ্ছে না।’ বিএনপি প্রার্থী বলেন, ‘এখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গনতন্ত্র হারিয়ে যাচ্ছে। বহিরাগতরা এই এলাকায় না থাকার কথা রয়েছে তবে আমাদের লোকজন চলে গেলেও আওয়ামী লীগের লোকজন রয়েই গেছে। বহিরাগতরা থাকলে নির্বাচন সুষ্ঠ হবে না। ২, ৭, ২৬, ২৭, ২৯, ৩০নং ওয়ার্ডের অনেকাংশ বর্ধিত এলাকার মধ্যে। এসব এলাকায় বহিরাগতরা সহজে প্রবেশ করতে পারে। তারা এসব এলাকায় ঢুকে পরিস্থিতি নষ্ট করবে। শুধূ নগরীতে নয় বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেনের বাসায় অভিযান চালিয়েছে। এছাড়া বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও হিজলায় বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে।’ সরোয়ার বলেন, এই নির্বাচন কমিশন ব্যর্থ। সুষ্ঠ নির্বাচন না হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণ, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT