ডাক্তারগণ মফস্বলে থাকতে চায়না-পানিসম্পদ মন্ত্রী ডাক্তারগণ মফস্বলে থাকতে চায়না-পানিসম্পদ মন্ত্রী - ajkerparibartan.com
ডাক্তারগণ মফস্বলে থাকতে চায়না-পানিসম্পদ মন্ত্রী

6:31 pm , April 24, 2018

মোঃ তরিকুল ইসলাম, ভান্ডারিয়া ॥ জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি ৩২ বছরে কোন নোংরা রাজনীতি করিনি। রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তার দয়ায় মানুষের জন্য অনেক কিছু করেছি। গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করণ, মেরামত ও পুনঃ সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি আরো বলেন, ডাক্তাররা এখন আর মফস্বলে থাকতে চায় না। মন্ত্রী-এমপিরা তাদের মফস্বলে থাকতে বললেও থাকেন না তারা। এতে অবহেলিত সাধারন মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা হলে অসম্ভবকে সম্ভব করতে পারব। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বরিশাল অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর সুশান্ত কুমার রায়, পিরোজপুরের সিভিল সার্জন মোঃ ফারুক আলম , ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ডাঃ জহিরুল ইসলাম , উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল , ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু , সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, জেপি উপজেলা কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মোঃ ইউছুব আলী আকন ,যুব সংহতির আহবায়ক শহীদুজ্জামান রাজু মল্লিক , সদস্য সচিব মনির সরদার , ছাত্রলীগ সভাপতি এহছাম হাওলাদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT