6:03 pm , July 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আমরাই গড়বো আগামীর বরিশাল এই শ্লোগানকে সামনে রেখে ফজলুল হক এভিনিউ এলাকার পথ সভায় বলেন আমি বক্তব্য দিতে পারিনা। যা বলি এগুলো আমার মনের কথা। নগরবাসীর বাধ ভাঙা উচ্ছাস ও ভালবাসায় সিক্ত হয়ে পথসভায় হাজার হাজার নগরবাসী যোগদান করায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন আওয়ামী লীগ মানুষের ভালোবাসার রাজনীতি করে। তারা কোন সহিংসতা বা সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাসী না। দেশের জনগন এখন অনেক সচেতন। তাদের ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে ভোট নেয়া যাবেনা। জনগন কারও রক্তচক্ষুকে ভয় করেনা। ভালবাসার মাধ্যমে এবং নগরীর উন্নয়ন করে ভোট নিতে হবে। সিলেটে যেমন নাশকতা হয়েছে তেমনি বরিশালেও নাশকতার আশংকা রয়েছে। তাই আপনারা কোন ধরনের ভয় পাবেন না। আপনাদের কাছে অনুরোধ আপনারা ৩০ তারিখ ভোট কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আপনাদের কাছে যাকে যোগ্য মনে হবে যার দ্বারা বরিশালের মানুষের সেবা হবে, যে বরিশালের উন্নয়নে কাজ করতে পারবেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার মনের মধ্যে যদি বরিশালের উন্নয়নে কাজ করার মনমানসিকতা থাকে তাহলে আল্লাহ যেন আমাকে ওই চেয়ারে বসান। আমি দীর্ঘদিন যাবৎ আমার নেত্রীর কথা ও আমার মনের কথা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে পৌছে দিয়েছি। তাই আপনারাই এখন সঠিক সিদ্ধান্ত নিবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর সহযোগিতায় দক্ষিনাঞ্চল উন্নয়নে পদœা সেতু ও পায়রা বন্দর চালু হলে বরিশাল নগরী হবে বানিজ্যিক কেন্দ্রবিন্দু। নগরীতে কলকারখানা গড়ে উঠবে। সেসব কলকারখানায় ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব কমে যাবে। ফলে মাদকাসক্তদের পরিমান কমে যাবে। তিনি আরও বলেন বিগত দিনে আমি কোন পদ পদবী না থাকা সত্বেও জনগনকে সাথে নিয়ে কাজ করেছি। তারই ফল হিসেবে নগরীর সাধারণ মানুষের ভালবাসাও পেয়েছি।