জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত কাউন্সিলর লুনার আওয়ামী লীগে যোগদান জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত কাউন্সিলর লুনার আওয়ামী লীগে যোগদান - ajkerparibartan.com
জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত কাউন্সিলর লুনার আওয়ামী লীগে যোগদান

6:03 pm , July 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও নগরীর সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার নগরীর কালী বাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানÑআরা বেগমের হাতে ফুল দিয়ে শতাধিক বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক আডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যন্যরা। যোগদানকালে লুনা জয় বাংলা শ্লোগান দিয়ে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও নীতিতে বিশ্বস্থ হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি। যতদিন রাজনীতি করবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে মানুষের সেবা করে যাবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT