২০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী বিপ্লবের ভোটারদের শোডাউন ২০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী বিপ্লবের ভোটারদের শোডাউন - ajkerparibartan.com
২০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী বিপ্লবের ভোটারদের শোডাউন

6:00 pm , July 28, 2018

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ দিনে শোডাউন দিয়েছেন ২০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব। গতকাল শনিবার সকালে ওয়ার্ডের হাজার হাজার কর্মী ও সমর্থকদের অংশগ্রহনে এই বিশাল এই শোডাউন অনুষ্টিত হয়। যার অগ্রভাগেই দেখা মিলেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অবস্থান। শোডাউন কালে জিয়াউর রহমান বিপ্লব’র নির্বাচনী “ঠেলাগাড়ি” প্রতীকের শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে গোটা ২০নং ওয়ার্ড।

এর আগে আগামীকাল ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহনের লক্ষ্যে গতকাল ২৮ জুলাই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারনা। তাই নগরীর অন্যান্য ওয়ার্ডের ন্যায় গতকাল শনিবার সকালে ২০নং ওয়ার্ডে নির্বাচনের শেষ গণসংযোগ এবং বিশাল শোডাউন দিয়েছে ‘ঠেলাগাড়ি’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব। ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান বিপ্লব এর “ঠেলাগাড়ি” প্রতীক ও তার ছবি সম্বলিত পোষ্টার, লিফলেট ও ব্যানার নিয়ে অনুষ্ঠিত শোভাযাত্রা ওয়ার্ডের প্রত্যেকটি সড়ক এবং অলিগলি প্রদক্ষিণ করে। এসময় বিপ্লব ও ঠেলাগাড়ি’ শ্লোগানে মুখোর হয় গোটা ওয়ার্ড। শোভাযাত্রাকালে অংশগ্রহনকারী ঠেলাগাড়ি সমর্থকদের শ্লোগান ছিলো- “তোমাল আমার মার্কা ঠেলাগাড়ি মার্কা, ৩০ তারিখ কেন্দ্রে যাব ঠেলাগাড়ি মার্কায় ভোট দেব, আমার ভাই তোমার ভাই বিপ্লব ভাই, বিপ্লব ভাই, তোমার আমার মার্কা কি “ঠেলাগাড়ি” ছাড়া আবার কি। এমন আরো বহু ছন্দ মেশানো শ্লোগানে মুখোর হয়ে ওঠে গোটা ওয়ার্ড।

এদিকে প্রচারনার শেষ দিন গতকাল শনিবার সকালে গণসংযোগে নেমে পড়েন ২০ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব। এছাড়া বিকাল থেকে রাত পর্যন্ত মানুষের দারে দারে গিয়ে ভোট দাবী করেন তিনি। উন্নয়নের সার্থে ওয়ার্ডবাসির কাছে ভোট চান জিয়াউর রহমান বিপ্লব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT