গ্রেফতার আতংকে বিএনপি’র নেতাকর্মীরা-সরোয়ার গ্রেফতার আতংকে বিএনপি’র নেতাকর্মীরা-সরোয়ার - ajkerparibartan.com
গ্রেফতার আতংকে বিএনপি’র নেতাকর্মীরা-সরোয়ার

6:12 pm , July 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। এতে করে নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক সৃষ্টি হয়েছে। এছাড়া বরিশালে সুষ্ঠ নির্বাচন নিয়ে তিনি শংকাও প্রকাশ করে নির্বাচন কমিশনের উপর আস্থহীণতায় ভুগছেন বলে আবারো জানিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডে গনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘রিটার্নিং অফিসারের কাছে আমরা অভিযোগ দিয়েছি। সেখানে উল্লেখ রয়েছে আমাদের নেতাকর্মীদের মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে গ্রেফতার হয়রানী করা হচ্ছে। উদ্দেশ্যেপ্রনোদিত ভাবে আমাদের লোকজনকে গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে। তারা সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করছে। কিন্তু হাইকোর্ট থেকে একটি অর্ডার এসেছে যে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করা যাবে না। কিন্তু প্রশাসন বিষয়টি শুনছে না। নির্বাচন কমিশনকে বলা হয়েছে বিষয়টি। তারা প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেবে বলে আমাদের জানিয়েছেন। ’ সরোয়ার আরো বলেন, ‘যারা নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের যদি গ্রেফতার করা হয় তাহলে ভোট কারা করবে। তিন থানায় তিনটি মামলা করে রেখেছে। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে এখানে সবকিছু করছে প্রশাসন। তাই নির্বাচন নিয়ে শংকা তো রয়েছেই। আর এই কারণে কিভাবে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখব সেটা বুঝতে পারছি না। ’ মজিবর রহমান সরোয়ার ২৩নং ওয়ার্ড বাদেও নগরীর নথুল্লাবাদ এলাকায় গনসংযোগ করেন। এসময় তার সাথে মহানগর বিএনপি’র সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT