বিএনপি প্রার্থী বস্তিবাসীদের হুমকি দিচ্ছে -সাদিক বিএনপি প্রার্থী বস্তিবাসীদের হুমকি দিচ্ছে -সাদিক - ajkerparibartan.com
বিএনপি প্রার্থী বস্তিবাসীদের হুমকি দিচ্ছে -সাদিক

6:11 pm , July 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বরিশালে নির্বাচন সুষ্ঠ হবে এটা নিয়ে সংশয় বা শংকার কোনো কারণ নেই। বরিশালের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় গনসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গনসংযোগের ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, ‘আমি এখন পর্যন্ত ৯টি অভিযোগ দিয়েছি আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে। সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো এ্যাকশন নেয়া হয়নি। অভিযোগগুলোর মধ্যে গুরুত্বর অভিযোগটি ছিল আমাদের নেতাকর্মীদের হুমকি দেয়া। বিএনপি প্রার্থী বস্তি বা কলোনী বাসীদেরও হুমকি দিয়েছেন। ’ সাদিক বলেন, ‘একটি নির্বাচনে তো অভিযোগ থাকবেই। আর বরিশালে এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচন নিয়ে শংকা থাকবে। এতবড় একটি জনগোষ্ঠির বসবাস বরিশালে। এখানে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচন নিয়ে। আর শংকার এই বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তারা ভালো বলতে পারবেন। আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটার উত্তর আমি দিতাম। বরিশালে নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর রয়েছে। এই নির্বাচন নিয়ে শংকার কোনো কারনই নেই। এবারের নির্বাচনে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। বিগত নির্বাচনগুলোতে তো খুনের ঘটনাও ঘটেছে। ’ বিএনপি’র নেতাকর্মী গ্রেফতার হয়েছে তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘কারো গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই। অর্থাৎ খোঁজ নিতেও পারছি না। আমি সারাদিন জনগনের দোড়গোরায় যাচ্ছি। আমার চিন্তাভাবনা এখন নগরের উন্নয়ন নিয়ে। আমি নির্বাচিত হলে কি করব সেটাই ভাবছি বা পর্যালোচনা করছি। এখন কে গ্রেফতার হল বা কে ছাড়া পেল সেসব বিষয় আমার জানা নেই। টেলিভিশন বা পত্রিকায় কি নিউজ হচ্ছে সেটা দেখারও সময় পাচ্ছি না আমি। আমি জনগনের জন্য কাজ করার প্রত্যয় গ্রহণ করেছি। আমি সদর রোডে এসে ফটোস্যুট করে আবার বাসায় ঢুকে যাইনা। ভোটারদের প্রতি আমার একটি আহ্বান থাকবে যে ৩০ তারিখ কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেয়ার জন্য। ’ গনসংযোগকালে তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT