7:10 pm , July 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আ’লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমি প্রধানমন্ত্রীর আত্মীয় বিএনপির প্রার্থী এটা একটি ইস্যু বানিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন বক্তব্য দেয়।
বিএনপি’র প্রার্থী সম্পর্কে সেরনিয়াবাদ সাদিক বলেন, তিনি তো নির্বাচনে এসেছেন দলের নির্দেশ মান্য করার জন্য। একথা তিনি নিজেই বলেছেন। কিন্তু তিনি তো জনপ্রতিনিধি হয়ে নগরীর উন্নয়ন করার জন্য নির্বাচন করতে আসেননি। আবার তিনিই এখন আরেক জনকে নিয়ে সমালোচনা করছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর পোর্ট রোডে সর্ববৃহৎ উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনার আ’লীগের প্রার্থী হিসেবে শওকত হোসেন হিরন কাকুকে নির্বাচিত করেছেন। আবার বিএনপি’র প্রার্থী আহসান হাবীব কামাল সাহেবকেও নির্বাচিত করেছেন। আপনারা দেখেছেন কার সময়ে নগরীর উন্নয়ন হয়েছে।
শওকত হোসেন হিরন কাকুর অসমাপ্ত কাজ সমাপ্ত করাসহ উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নৌকা প্রতীকে ভোট চেয়ে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সিটি নির্বাচন উপলক্ষে নগরময় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র উঠান বৈঠকের মধ্যে সবচেয়ে বেশি নেতাকর্মিসহ সাধারন ভোটারদের নিয়ে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকের আয়োজন করেছিল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তদার এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতা নিরব হোসেন টুটুলের সার্বিক ব্যবস্থাপনায় উঠান বৈঠকে সবস্তরের মানুষের ঢল দেখে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের উন্নয়ন করছেন। তিনি আমার ফুপু হয়। আমি নির্বাচিত হয়ে যদি ফুফুর কাছে গিয়ে নগরীর কোন উন্নয়নের দাবি জানাই তাহলে কি তিনি পূরণ করবেন না ? তাই ৩০ তারিখে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের যাকে মনে হবে ভোট দিলে উন্নয়ন করতে পারবেন তাকেই আপনারা ভোট দিবেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম, মঈন আব্দুল্লাহ এবং আশিক আব্দুল্লাহ।