6:27 pm , April 24, 2018
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে শরীফ নামে এক যুবক। স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে শরীফ। সোমবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ছাত্রীর বাবা মোতাহার উদ্দিন বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত শরীফকে সোমবার রাতেই গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার ওই ছাত্রীর মা-বাবা ও আরো দুই বোন অসুস্থ্য নানাকে দেখতে নানা বাড়ি যায়। ২য় শ্রেণীতে পড়–য়া ছাত্রীর পরীক্ষা থাকায় সে ঘরে একা থাকে। ওই দিন পরীক্ষা দিয়ে দুপুর ১টায় বাড়ি ফিরলে একই এলাকার ছালাউদ্দিনের ছেলে শরীফ ঘরে একা পেয়ে তাকে ফুসলিয়ে পাশের এক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিকেলে ছাত্রীটির বাবা-মা এসে অবস্থা বেগতিক দেখে বিকেলেই লালমোহন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার লালমোহন থানায় জানায়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর জানান, ছাত্রীর বাবা-মা ও সে নিজে ধর্ষণের কথা বলেছে। তাদের অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়। অভিযুক্ত শরীফকে গ্রেফতার করা হয়েছে।