আমরা মাঠ ছেড়ে যাবো না-এ্যাড সরোয়ার আমরা মাঠ ছেড়ে যাবো না-এ্যাড সরোয়ার - ajkerparibartan.com
আমরা মাঠ ছেড়ে যাবো না-এ্যাড সরোয়ার

7:10 pm , July 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরওয়ার বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের আশা করছিলাম, প্রচার-প্রচারণা চালাচ্ছি। কিন্তু হঠাৎ করেই গতরাতে আমাদের প্রায় ১৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন বাসা-বাড়িতে রেইট চলছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারসহ সবার কথাই ছিলো বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু গ্রেফতার এবং আতঙ্কটা সুষ্ঠু নির্বাচনের একটি অন্তরায়। গতকাল বৃহষ্পতিবার নগরীর ২৮ নং ওয়ার্ডের ফিসারি রোডে গনসংযোগকালে তিনি এ কথা বলেন।

এসময় সরওয়ার আরো বলেন, জনগনের মধ্যে যাতে শঙ্কা না হয় সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। জনগনের ওপর এই গ্রেফতারি হয়রানিমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্যা তৈরি হবে। সরকার গাজীপুর খুলনায় যে রকম করেছে আমাদের এখানেও সরকার গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিষদগার করলেও আমি এসব বিষয়ে আমি আগ্রহী নই। আমাদের কাছে প্রার্থী কোন বিষয় নয়, আমাদেও কাছে বিষয় সরকার এবং প্রশাসন। আমরা খুব গভীরভাবে প্রচার করছি, যাতে সুষ্ঠু নির্বাচনের লক্ষে ভোটাররা ভোটকেন্দ্রে যায়। সরকারেরও চাওয়া উচিত যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটাররা ভোট কেন্দ্রে যায়। কিন্তু সরকার যদি চায় হয়রানি করবে, কর্মীদের গ্রেফতার করবে, তবে সংশয় কাটবে কিভাবে।

সরওয়ার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীও আছে, তাদের মুভমেন্টও দেখছি। কিন্তু তাদের মুভমেন্টটা সব আমাদের ওপরে। তবে যে ধরণের ঘটনা হোক না কেন আমরা মাঠ ছেড়ে যাবো না। সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য মাঠে নামবো, গনতন্ত্র পুনুরুদ্ধারের জন্য আমরা কাজ কওে যাবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT