7:10 pm , July 26, 2018

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়া-পটুয়াখালী সড়কে যাত্রিবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তিন মাসের শিশুসহ সাত জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টায় ওই সড়কের মানিকঝুড়ি এলাকায়। ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বাসের ২০ যাত্রী কমবেশি আহত হয়েছেন।
ঘটনাস্থলে নিহত মাহেন্দ্রার যাত্রিরা হচ্ছে স্কুল শিক্ষিকা সালমা বেগম (৩৫), শানু হাওলাদার (৪০), চান মিয়া (৫৫), ও অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি। পরে আমতলী হাসপাতালে নেয়া হলে ৩ মাস বয়সী একটি শিশু এবং পটুয়াখালী জেলা সদর হাসপাতালে মাহেন্দ্র চালক হানিফ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন জসিম মিয়ার অবস্থা আশংকাজনক বলে তার স্বজনদের সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী থেকে তালতলী উপজেলার উদ্দেশ্যে কমপক্ষে আট যাত্রী নিয়ে যাচ্ছিলো। মাহিন্দ্রাটি মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে পৌছলে বিপরিত দিকে (কলাপাড়া) থেকে পটুয়াখালীর যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির আল্লাহর দান বাসটি রংসাইডে গিয়ে মাহেন্দ্রা গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা চার যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরো তিন যাত্রী মারা যায়।
এব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাস চালকসহ অন্যান্য শ্রমিকরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।