নির্বাচন থেকে সড়ে দাড়ানোর প্রশ্নই ওঠে না-জাপা’র মেয়র প্রার্থী তাপস নির্বাচন থেকে সড়ে দাড়ানোর প্রশ্নই ওঠে না-জাপা’র মেয়র প্রার্থী তাপস - ajkerparibartan.com
নির্বাচন থেকে সড়ে দাড়ানোর প্রশ্নই ওঠে না-জাপা’র মেয়র প্রার্থী তাপস

7:09 pm , July 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, এতদিন প্রচার প্রচারণার পর নির্বাচন থেকে সড়ে দাড়ানোর প্রশ্নই ওঠে না। আমি শেষ পর্যন্ত মাঠে থাকব লাঙল প্রতীক নিয়ে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ২৩নং ওয়ার্ডের টিয়াখালী এলাকায় গনসংযোগকালে ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান বরিশালে এসে ভোট দেবে না। এখানকার মানুষই ভোট দেবে। ঢাকা থেকে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার কাছে আসেনি। কেউ আমার সাথে যোগাযোগও করেনি। একটি মহল বাড়তি সুবিধা নিয়ে জাতীয় পার্টি নৌকাকে সমর্থন দিয়েছে বলে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের সাথে নিজেদের স্বার্থের কারণে। ওই মহলটি তাদের স্বার্থের দরদাম কষাকষি করছে বলে আমার উপলব্ধি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো নির্দেশনা পাইনি। তাছাড়া আমি অসুস্থ্য রাজনীতি করি না এবং এগুলো পছন্দও করিনা। ’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের যদি আমাদের সমর্থন প্রয়োজন হয় তাহলে তো তারা আমাদের বলতে পারে। কিন্তু আমি আজকেও একটি পত্রিকায় দেখেছি আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ বলেছেন তাদের জাতীয় পার্টির সমর্থনের প্রয়োজন নেই। আর যদি সমর্থন দিতে হয় তাহলে মহানগর জাতীয় পার্টি সেই সমর্থন দেবে। সেখানে ঢাকা থেকে কেউ ফু দিলেই বাক্সের মধ্যে ভোট পড়বে না। ঢাকা থেকে কে কি বলছে তাতে তো ভোটে প্রভাব পড়বে না। কিছু লোকজন গুজব ছড়াচ্ছে। সেই গুজবে কেউ কান দিবেন না। আমরা মাঠে রয়েছি নির্বাচনের জন্য। সকল মানুষ চাইছে আমি যেন মাঠে থাকি। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। ’ তাপস আরো বলেন, ‘পার্টির চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। তিনি একজন লোক পাঠিয়েছেন এবং তার সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে বলেছেন। আমি সেই ব্যক্তির সিদ্ধান্ত মোতাবেকই কাজ করছি। তবুও একটি কথা বলব যে, পার্টির চেয়ারম্যানতো আর এখানে এসে ভোট দেবে না। ভোট দেবে জনগন। এখানের ভোটাররা তো লাঙলে ভোট দিবে। সেখানে যদি তারা ঢাকা থেকে নৌকায় ভোট দিতে পারে তাহলে দিক। ’ অপরদিকে জানা গেছে ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় জাতীয় পার্টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT