6:40 pm , July 25, 2018

নিজস্ব প্রতিবেদেক ॥ বৈরী আবহাওয়ার মধ্যে পুনরায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। বুধবার সকাল থেকেই তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় ও নানা স্থানে গনসংযোগ করেন। এসময় তারা ভোটারদের কাছে উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করেন। তিনি সকালে নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র এই মেয়র প্রার্থী বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের হয়রানি চলছে, বিভিন্ন বাসায় পুলিশ যাচ্ছে। ৩০নং ওয়ার্ডের বিএনপি’র সহ-সম্পাদক জসিমকে গ্রেফতার করা হয়েছে। ১০নং ওয়ার্ডের যুবদল নেতা কবিরকে গ্রেফতার করা হয়েছে, জামায়াতের নেতাদের গ্রেফতার করা হয়েছে। মোট কথা হচ্ছে গাজীপুর খুলনায় যে আতঙ্ক ছিলো তা দূর করা হয়নি। নির্বাচন কমিশন বলেছিলো এখানে গাজীপুর খুলনার মতো নির্বাচন হবে না। কিন্তু আমরা দেখছি নির্বাচনের শঙ্কা দূরীকরণ তো দূরের কথা গ্রেফতার করে তা আরো বাড়ানো হচ্ছে। ’ সরোয়ার বলেন, ‘ভোটারদের মাঝে ব্যাপক সাড়া রয়েছে। বরিশাল থেকে আমি বার বার নির্বাচিত, কাজেই এখানকার মানুষের কাছে আমি পরিচিত। আমার উন্নয়ন আছে, আমার রাজনীতি আছে এখানকার মানুষের মাঝে। এখানকার জনগনের সাথে মিলেমিশেই আমি বড় হয়েছি। বরিশালের ভোটাররা ইনশাআল্লাহ আমাকে বিমূখ করবে না। ’ তিনি বলেন, ‘বিগত সময়ে যখন আমি সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলাম তখন কাউকে আমি সিটি কর্পোরেশনের এক ইঞ্চি জায়গাও লিজ দেইনি। বিভিন্ন বিভাগ থেকে জায়গা লিজ নিয়ে আমি ১১টি মার্কেট নির্মান শুরু করেছিলাম। যা থেকে ট্যাক্স আদায় হয়ে কর্পোরেশনের কর্মচারীদের বেতন হবে। আমার ভবিষ্যতের চিন্তাভাবনা থাকবে একটি আত্মনির্ভরশীল সিটি কর্পোরেশন গড়ার। ’ সরোয়ার আরো বলেন, ‘প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। কাজেই পুলিশের বদলির বিষয়ে আমাদের কোন উত্তর নেই। সুষ্ঠ ভোট হতে হলে নির্বাচনের পূর্বে কঠিন আইন-কানুন হতে হবে। যাতে বহিরাগতরা না আসতে পারে এবং ভোটে কারচুপি না হয়। ’ গনসংযোগকালে মজিবর রহমান সরোয়ারের সাথে কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আবু নাসের মো: রহমত উল্লাহসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রার্থীসহ নেতা-কর্মীরা ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।