‘আল্লাহ সাদেক যেন মোগো মেয়র হয়’ ‘আল্লাহ সাদেক যেন মোগো মেয়র হয়’ - ajkerparibartan.com
‘আল্লাহ সাদেক যেন মোগো মেয়র হয়’

6:39 pm , July 25, 2018

সাঈদ পান্থ ॥ ‘আল্লাহ সাদেক যেন মোগো মেয়র হয়। এতো বড় মানসের পোলা হইয়াও মোগো বাড়ি খোজঁ নেতে আইছে। হেইয়া আবার ঝড় বইননার মইদ্দে। সাদেক মোগো মেয়র হইলে আর কোন সমেস্যা থাকবে না। ’ গতকাল বুধবার নগরীর কালীবাড়ি রোডের সমাজসেবা গলির প্রায় ৮০ বছরের বৃদ্ধা রাহেলা বেগম এই সব কথা বলেন। এর আগে বৈরী আবহাওয়ার মধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় ও গনসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার যাওয়ার পরই এই উক্তি করেন বৃদ্ধা রাহেলা বেগম। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর গণসংযোগের সময় তিনি নগরবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এসময় সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিবেশ খুবই ভালো রয়েছে। মানুষের মাঝে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা আছে। আমি এবং আমাদের নেতা-কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আমরা চাচ্ছি ৩০ তারিখের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর আনন্দঘন পরিবেশে হোক। ’ বরিশালে নৌকার অবস্থান খুবই শক্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের অবস্থান আগের থেকে অনেক শক্তিশালী। যতটুকু দুর্বলতা ছিলো, সে জায়গা থেকে আমার অনেক উত্তরণ ঘটিয়ে একটা অবস্থান করে নিয়েছি। জাতীয় পার্টি যদি আমাদের সমর্থন দিয়ে থাকে তবে অবশ্যই তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যদি বিজয়ী হই তবে বিএনপি, জাতীয়পার্টিসহ অন্যান্য দল অর্থাৎ সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আমার রয়েছে। ’ সাদিক বলেন, ‘আমার কোন ইশতেহার নেই, প্রথমত আমি শহরের যারা বঞ্চিত রয়েছেন তাদের নিয়ে কাজ করতে চাই, পাশাপাশি জলাবদ্ধতা, বিশুদ্ধ পানিসহ শহরের মৌলিক চাহিদাগুলি নিয়ে কাজ করতে চাই। ’ তিনি নির্বাচনে বাধা-বিপত্তির বিষয়ে বলেন, ‘আসলে শুরু থেকেই আমি কোন প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে চাইনি। কিন্তু তারা আমার দিকে আঙুল বারবার তুলেছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবর রহমান সরোয়ার বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নেতা-কর্মীদের নির্বাচনের পরে দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। যদিও সে বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। ’ নৌকার প্রার্থী বলেন, ‘এখন মিডিয়ার যুগ, কোন কিছু চাপিয়ে রাখা যায়না। অন্যায়-অপরাধ করলে সেটা চাপিয়ে রাখা যাবেনা, মানুষ জেনে যায়। আর মানুষ এখন ভয় ভীতিতে ভোট দেয়না এটা আমি বিশ্বাস করি। মানুষের কাছে থাকবেন, মানুষকে ভালোবাসবেন। মানুষ ভালোবাসায় ভোট দেয়, মানুষ উন্নয়নে ভোট দেয়। ’ গনসংযোগকালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT