নৌকায় সমর্থন জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ঝুনু নৌকায় সমর্থন জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ঝুনু - ajkerparibartan.com
নৌকায় সমর্থন জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ঝুনু

6:39 pm , July 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু। গতকাল বিকেলে আলেকান্দা এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ঝুনু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার লক্ষ্যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ সময় লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনকে অবশ্যই দুর্নীতিমুক্ত রাখতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হবে, রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে আমার সমর্থন জ্ঞাপন করলাম। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ মহসিন, সাংগঠনিক সম্পাদক কেএম শাহিন নূরে আলম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক। উল্লেখ্য বশির আহমেদ ঝুনু জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করে আসছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT