বিসিসি নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা আজ বিসিসি নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা আজ - ajkerparibartan.com
বিসিসি নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা আজ

6:36 pm , July 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আজ বরিশালে আসছেন নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার। সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে তিনি স্থানীয় পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়াও সন্ধ্যায় তিনি বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি নির্বাচন উপলক্ষে গত ১৬ জুলাই বরিশালে এসেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ১০ দিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার পুনরায় তিনি বরিশালে আসবেন। বিমান যোগে দুপুর ১টায় তিনি বরিশালে পৌছবেন। সেখান থেকে সার্কিট হাউসে যাবেন।

হেলাল উদ্দিন খান বলেন, নির্বাচন কমিশনার বরিশালে দুটি প্রোগ্রাম করবেন। যার মধ্যে বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক এর সভা কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন। এখানে প্রশাসনের সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের দিক নির্দেশনা দিবেন নির্বাচন কমিশনার। তাছাড়া সন্ধ্যায় সার্কিট হাউসে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে মতবিনিময় করবেন তিনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT